H.S Education Question Paper 2018 WBCHSE - উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র 2018 -WBCHSE Questions Paper With Answe || H.S West Bengal Board (WBCHSE) Last 10 Year Question Paper
H.S Education Question Paper 2018 - উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র 2018 -WBCHSE Questions Paper With Answe || H.S West Bengal Board (WBCHSE) Last 10 Year Question Paper || West Bengal HS Previous Year Question Paper || ৫ বছরের প্রশ্ন উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান ||
হ্যালো বন্ধুরা আপনি যদি H.S Education Question Paper 2018 / উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র 2018 (বিগত বছরের প্রশ্ন।) যদি খুঁজছেন তাহলে আপনি সঠিক পৃষ্ঠায় আছেন। বন্ধুরা, আপনারা জানেন যে ভালো প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্নপত্রের পুনর্বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ, যদি আগের বছরের সঠিক প্রশ্নপত্রগুলো সময় মতো রিভিশন করা হয়, তাহলে বোঝা যাবে কোন প্রশ্ন করা হয়েছে।বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছে। পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এবং আপনি অবশ্যই একটি ভাল স্কোর পেতে পারেন। একজন শিক্ষার্থী সারা বছর ধরে খুব পরিশ্রম করে কিন্তু সে যদি আগের বছরের পেপার রিভাইজ না করে তাহলে সে পরীক্ষা দেওয়ার সময় অসুবিধায় পড়ে। নিখুঁত প্রশ্নপত্র নিয়ে এসেছে।
আপনি এখান থেকে সঠিক পরীক্ষার প্রশ্নপত্র দেখে আপনার প্রস্তুতি আরও ভাল করতে পারেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি যাতে আপনি কোন ধরনের সমস্যার সম্মুখীন না হন এবং আমরা আপনাকে সঠিক তথ্য দিতে পারি। পেতে, আমাদের সেই পোস্টের নাম বলুন। কমেন্ট বক্সে, আমরা আপনাকে সেই পোস্টটি সময়মতো দেওয়ার চেষ্টা করব।
2015 সালের প্রশ্ন 2016 সালের প্রশ্ন 2017 সালের প্রশ্ন 2018 সালের প্রশ্ন 2019 সালের প্রশ্ন 2020 সালের প্রশ্ন 2021 সালের প্রশ্ন 2022 সালের প্রশ্ন 2023 সালের প্রশ্ন
WB HS Previous Years Question Paper | উচ্চমাধ্যমিক বিগত
বছরের
প্রশ্নপত্র
[WBCHSE]
উচ্চমাধ্যমিক
২০১৮
EDUCATION
(New Syllabus)
Total Time: 3 Hours 15 minutes
Total Marks: 80
PART – A (Full Marks – 40)
1. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 4×1=4
(a) অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি আলোচনা কর ? 4
(b) সর্বশিক্ষা মিশন কী ? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। 2+2=4
2. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 4×1=4
(a) ‘মানুষ হয়ে ওঠার শিক্ষা’ এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করা। 4
(b) কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো।
3. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 8×2=16
(a) ক্ষমতা কাকে বলে ? থাস্টোনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা কর। 2+6=8
(b) শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন এর গুরুত্ব লেখো। অপানুবর্তন কাকে বলে ? 6+2=8
(c) মধ্যমমান কাকে বলে ? নিম্নলিখিত পরিসংখ্যা বন্টনটি গড় নির্ণয় করো।
4. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 8×2=16
(a) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। 8
(b) মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি ? এই প্রসঙ্গে সপ্ত প্রবাহের ধারণাটি বর্ণনা করো।
2+2+4=8
(c) প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা কর ?
PART-B ( Marks – 40)
1. নিম্নলিখিত বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখ। 1×24=24
(i) মনোযোগের
একটি বাহ্যিক নির্ধারক হল—
(a) অভ্যাস (b) তীব্রতা (c) আগ্রহ (d) মেজাজ
উত্তরঃ (b) তীব্রতা
(ii) 6, 8, 14, 6, 10, 7, 6, 8, স্কোরগুলির ভূয়িষ্ঠক হল—
(a) 8 (b) 10 (c) 6
(d) 14
উত্তরঃ (c) 6
(iii) ‘প্রচেষ্টা ও ভুলের’ শিখন তত্ত্বের প্রবক্তা হলেন—
(a) প্যাভলভ (c) থর্নডাইক (b) স্কিনার (d) এদের কেউই নয়
উত্তরঃ (c) থর্নডাইক
(iv) ‘g’
উপাদান প্রয়োজন হয়—
(a) কোন কোন কাজে
(b) সব কাজে
(c) কেবলমাত্র শিক্ষামূলক কাজে
(d) কেবলমাত্র গণনার কাজে
উত্তরঃ (b) সব কাজে
(v) নবোদয়
বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে ?
(a) জাতীয় শিক্ষানীতি 1968
(b) জাতীয় শিক্ষানীতি 1986
(c) রাধাকৃষ্ণণ কমিশন
(d) ভারতীয় শিক্ষা কমিশন
উত্তরঃ (b) জাতীয় শিক্ষানীতি 1986
(vi) শিক্ষাকে
যুগ্মতালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে তা হল—
(a) 62 তম (b) 42 তম (c) 44 তম (d) 93 তম
উত্তরঃ (b) 42 তম
(vii) ‘অপারেশন
ব্ল্যাকবোর্ড’ কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি ?
(a) মাধ্যমিক (b) প্রাথমিক
(c) উচ্চ মাধ্যমিক (d) প্রাক্ প্রাথমিক
উত্তরঃ (b) প্রাথমিক
(viii) বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংখ্যা হল—
(a) U.G.C (c) A.I.C.T. E
(b) C.A.B.E (d) N.C.T.E
উত্তরঃ (c) A.I.C.T.E
(ix) মূক
ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তণ করেন—
(a) কেটি অ্যালকর্ণ (b) লুইস ব্রেইল
(c) সোফিয়া অ্যালকা
(d) জুয়ান পাবলো বনে
উত্তরঃ (d) জুয়ান পাবলো বঁনে
(x) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হল—
(a) ৪ই আগস্ট (b) ৪ই সেপ্টেম্বর
(c) ৪ই অক্টোবর (d) ৪ই নভেম্বর
উত্তরঃ (b) ৪ই সেপ্টেম্বর
(xi)
2000 সালে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল—
(a) অন্তর্ভুক্ত শিক্ষা (b) পরিবেশ শিক্ষা
(c) প্রথাগত শিক্ষা (d) সকলের জন্য শিক্ষা
উত্তরঃ (d) সকলের জন্য শিক্ষা
(xii) শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা (Technology of Education) 12 এর
উদাহরণ হল—
(a) প্রোগ্রাম শিখন (b) রেডিও
(c) ওভারহেড প্রোজেক্টর (d) ইন্টারনেট
উত্তরঃ (c) ওভারহেড প্রোজেক্টর
(xiii) রাশি
বিজ্ঞানের একটি পরিসংখ্যা 11 হলে তার টালি চিহ্ন হবে—
(xiv) শিখনের শেষ স্তরটি হল—
(a) পুনরুদ্রেক (b) জ্ঞানার্জন (c) প্রত্যভিজ্ঞা
(d) ধারন বা সংরক্ষণ
উত্তরঃ (c) প্রত্যভিজ্ঞা
(xv) জ্ঞানে
(Gagne) র শিখনের প্রথম স্তরটি হল—
(a) বাচনিক শিখন
(c) ধারণার শিখন
(b) সংকেতমূলক শিখন
(d) সমস্যা সমাধানের শিখন
উত্তরঃ (b) সংকেতমূলক শিখন
(xvi) থাস্টোনের বহু উপাদান তত্ত্বে M বলতে বোঝায়—
(a) প্রেষণা (b) স্মৃতি (c) নড়াচড়া (d) পরিমাপ
উত্তরঃ (b) স্মৃতি
(xvii) প্রাচীন
অনুবর্তন হল—
(a) S-type (c) P-type (b) R-type (d) N-type
উত্তরঃ (a) S-type
(xviii) সরকারি
চাকুরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের যে ধারায় তা হল—
(a) 16 নং (b) 17 নং (c) 15 নং (d) 18 নং
উত্তরঃ (a) 16 নং
(xix) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় ?
(a) 1952 (b) 1948 (c) 1964 (d) 1986
উত্তরঃ (b) 1948
(xx) বহুমুখী
বিদ্যালয়ের কথা কোন্ কমিশনে উল্লেখ আছে ?
(a) কোঠারি কমিশন
(b) রাধাকৃষ্ণণ কমিশন
(c) মুদালিয়র কমিশন
(d) জাতীয় শিক্ষানীতি, 1986
উত্তরঃ (c) মুদালিয়র কমিশন
(xxi) ভারতীয়
শিক্ষা কমিশন গঠিত হয়েছিল—
(a) 1960 সালে (b) 1962 সালে
(c) 1963 সালে (d) 1964 সালে
উত্তরঃ (d) 1964 সালে
(xxii) জনার্দন
রেড্ডি কমিটি কত সালে গঠিত হয় ?
(a) 1990 (b) 1992 (c) 1986 (d) 1991
উত্তরঃ (b) 1992
(xxiii) কত
সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয় ?
(a) 2006 (b) 2007 (c) 2009 (d) 2010
উত্তরঃ (c) 2009
( xxiv)
Jacques Delors কমিশন স্থাপিত হয়—
(a) 1996 সালে (b) 1896 সালে
(c) 1994 সালে (d) 1998 সালে
উত্তরঃ (a) 1996 সালে
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয়ঃ 1×16 = 16
(i)
C.A.I এর পুরো নাম লেখ ?
উত্তরঃ C.A.I এর পুরো নাম হল –
Computer Assisted Instruction.
(ii) হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো ?
উত্তরঃ যে সব যন্ত্রের সাহয্যে তথ্যগ্রহণ, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাদেরকে বলে কম্পিউটার হার্ডওয়্যার। আর সফটওয়্যার হল কম্পিউটারের যন্ত্রগুলিকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগাম
অথবা,
বিদ্যালয়ে কম্পিউটারের যে কোনো একটি ব্যবহার লেখো।
উত্তরঃ কম্পিউটারের মাধ্যমে শিক্ষাদান করলে, শিক্ষার্থীদের প্রতি সব সময় মনোযোগ দিতে হয়না। এর ফলে শিক্ষকের কাজের চাপ অনেক কম হয়।
(iii)
UNESCO এর পুরো নাম কী ?
উত্তরঃ UNESCO এর পুরো নাম –
United Nations Educational Scientific and Cultural organization.
অথবা,
I.G.N.O.U
এর পুরো নাম কী ?
উত্তরঃ
I.G.N.O.U এর পুরো নাম Indira
Gandhi National Open University.
(iv) সার্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা আলোচনা করো।
উত্তরঃ (a) সার্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অপোচয় অনুন্নয়ন 12 একটি বড়ো বাধা। প্রথম শ্রেণিতে ভর্তি হয়ে কিছুদিন বিদ্যালয়ে আসার পর পড়া ছেড়ে দেয় ফলে তারা পুনরায় নিরক্ষরে পরিণত হয়। (b) প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পূর্ণ পুঁথিকেন্দ্রিক হওয়ায় শিক্ষার্থীরা পাঠ গ্রহণে বিশেষ আগ্রহ বোধ করে না ।
(v) শারীরিক
প্রতিবন্ধী শিশুদের দুটি শ্রেণিবিভাগ করো।
উত্তরঃ শারীরিক প্রতিবন্ধী শিশুরা হল– দৃষ্টিহীন শিশু ও মূক ও বধির শিশু।
(vi) বয়স্ক
শিক্ষা কাকে বলে ?
উত্তরঃ বয়স্ক শিক্ষা হল সেই শিক্ষা যা ব্যক্তির সামাজিক, অর্থনৈতিক রাজনৈতিক ও নৈতিক জীবনকে আরও উন্নত করে।
অথবা,
দূর শিক্ষা কী ?
উত্তরঃ যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে শিক্ষকের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়াই ডাকযোগ বা অন্য কোন মাধ্যমের সহায়তায় শিক্ষালাভ করে তাকে দূর শিক্ষা বলে।
(vii)
N.L.M এর পুরো নাম লেখো ?
উত্তরঃ N.L.M এর পুরো নাম হল
National Literacy Mission.
(viii)
I.T.I এর পুরো নাম লেখো ?
উত্তরঃ
Education Ans. I.T.I এর পুরো নাম
Industrial Training Institute.
অথবা,
I.I.T এর
পুরো নাম লেখো।
উত্তরঃ I.I.T এর পুরো নাম হল– Indian Institute of – Technology.
(ix)
P.O.A কী ?
উত্তরঃ
Programme of Action 1992 বা পরিবর্তিত জাতীয় শিক্ষানীতি 1992.
(x)
S.U.P.W এর পুরো কথাটি লেখো।
উত্তরঃ S.U.P.W
এর পুরো নাম– Socially useful Productive work.
অথবা,
S.U.P.W এর
কোন্ কমিশনে উল্লেখ আছে ?
উত্তরঃ S.U.P.W
এর কোঠারি কমিশনে উল্লেখ আছে।
(xi)
U.G.C পুরো নাম লেখো ?
উত্তরঃ U. G C পুরো নাম-
University Grand Commission.
অথবা,
C.A.B.E এর
পুরো নাম লেখো ?
উত্তরঃ C.A.B.E
এর পুরো নাম- Central
Advisory Board of Education.
(xii)
15-20 শ্রেণি সীমাটির মধ্যবিন্দু নির্ণয় করো।
উত্তরঃ 15-20 শ্রেণির মধ্যবিন্দু =
15+20÷2 = 17.5
(xiii) পাজলবক্স
কী ?
উত্তরঃ মনোবিদ থর্নডাইক তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করেন যাকে তিনি নাম দিয়েছিলেন ‘পাল বক্স’। এই বক্সের মধ্যে একটিমাত্র প্রস্থানপথ থাকে, যা একটি ছিটকিনি দিয়ে আটকানো।
(xiv) অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো ?
উত্তরঃ যখন সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক রূপ হঠাৎ জাগরিত হয় এবং বিভিন্ন অংশের সঙ্গে সম্পূর্ণ সমস্যার তাৎপর্য উপলব্ধি হয়ে থাকে, তাকে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলে।
(xv) পরিনমনের
একটি বৈশিষ্ট্য লেখো ?
উত্তরঃ পরিনমনের জন্য অতীত অভিজ্ঞতা বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না। তাই এটি বাহ্যিক নিয়ন্ত্রণ ছাড়াই সংঘটিত হয়। তাই মনোবিদ্গণ একে স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া হিসাবে বিবেচনা করেন।
অথবা,
বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো ?
উত্তরঃ বুদ্ধির একটি বৈশিষ্ট্য হলো—
সার্বজনীন ক্ষমতাঃ বুদ্ধি হল এমন একটি সার্বজনীন ক্ষমতা যা অন্যান্য ক্ষমতা অর্জনে সহায়তা করে।
(xvi) অবিন্যস্ত স্কোরের গড়ের সূত্রটি লেখো ?
উত্তরঃ অবিন্যস্ত স্কোরের গড়ের সূত্রটি হল- Mean =
Σx÷n এখানে X = স্কোর, N = স্কোরগুলির মোট সংখ্যা, Σ = যোগফল।
2015 সালের প্রশ্ন 2016 সালের প্রশ্ন 2017 সালের প্রশ্ন 2018 সালের প্রশ্ন 2019 সালের প্রশ্ন 2020 সালের প্রশ্ন 2021 সালের প্রশ্ন 2022 সালের প্রশ্ন 2023 সালের প্রশ্ন
HS EDUCATION QUESTION
2018, WEST BENGAL HS PREVIOUS YEAR QUESTION PAPER, উচ্চ উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2018, উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2018, উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2018, উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2018, উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2018, উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2018, উচ্চ
উচ্চ
মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান পরীক্ষার
প্রশ্ন,
উচ্চ
উচ্চ
মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন,
বিগত
বছরের
প্রশ্ন
উচ্চউচ্চ
মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন
উচ্চ উচ্চ
মাধ্যমিক প্রশ্নপত্র
(West Bengal Board Higher Secondary Question Papers) সংক্রান্ত
জিজ্ঞাসিত কিছু
প্রশ্ন (FAQs)
Q.1. উচ্চ
মাধ্যমিকের প্রশ্নপত্র
কী কী
ভাষায় পাবো?
Ans. পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন শিক্ষা
বিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান, হিন্দি, উর্দু, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, তেলুগু সহ বিভিন্ন ভাষায় উপলব্ধ।
Q.2. Higher Secondary 2018 একটি
বিষয়ের প্রশ্নপত্রে
কটি বিভাগ
থাকবে?
Ans. উচ্চ মাধ্যমিকে (XII)-এ থিয়োরি বিভাগে দুটি অংশ থাকে, Part-A এবং
Part-B। Part-A তে Traditional ধরনের প্রশ্ন থাকে, কিন্তু Part-B প্রশ্নপত্রটি
Question cum Answer Type Booklet হয় যেখানে মূলত প্রতিটি 1 নম্বরের MCQ (Multiple Choice Question) এবং SAQ (Short Answer Type Question) প্রশ্ন থাকে।
Q.3. আমি
কি
Part-A এর আগে
Part-B এর উত্তর
করতে পারি?
Ans. উচ্চ মাধ্যমিকের Part-B প্রশ্নপত্রটি,
Part-A এর পরে দেওয়া হয় কারণ এটি একটি নির্দিষ্ট সিরিজ অনুযায়ী সাজানো থাকে, তাই তোমাকে Part-A আগে উত্তর করে নিতে হবে।
Q.4.
HS 2018 এর মডেল
প্রশ্ন পাওয়া
যায় কি?
Ans. হ্যাঁ, তুমি উচ্চ উচ্চ
মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট www.tarakexamcenter.in থেকে এটি ডাউনলোড করতে পারো।
Q.5.
HS 2018 এর আগের
বছরের প্রশ্ন
কোথায় পেতে
পারি?
Ans. বিগত বছরগুলিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে তুমি সরাসরি উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সংগ্রহ করতে পারো। এছাড়া পর্ষদের অফিসের সেলস কাউন্টার থেকেও তুমি বিগত বছরগুলির প্রশ্ন সংগ্রহ করতে পারো।
Q.6.
উচ্চ উচ্চ
মাধ্যমিক MCQ
তে নেগেটিভ
মার্কিং থাকে
কি?
Ans. না, পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিকের MCQ-তে কোনো নেগেটিভ মার্কিং থাকে না।
Q.7.
উচ্চ উচ্চ
মাধ্যমিক নতুন
ও পুরোনো
সিলেবাসের জন্য
কি আলাদা
প্রশ্ন হয়?
Ans. প্রতিবছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা একইসাথে নেওয়া হয় পুরোনো ও নতুন সিলেবাসের (Old and New Syllabus) ওপর। পুরোনো সিলাবাসের প্রশ্নপত্র সম্পর্কে শিক্ষার্থীরা ইতিমধ্যেই অবগত রয়েছে এবং সেই একই ধরনের প্রশ্নপত্র 2018 উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও ব্যবহার করা হবে। নতুন সিলেবাসের জন্য 2018 এর পদ্ধতি অনুসারে পরীক্ষা গ্রহন করা হবে।
2015 সালের প্রশ্ন 2016 সালের প্রশ্ন 2017 সালের প্রশ্ন 2018 সালের প্রশ্ন 2019 সালের প্রশ্ন 2020 সালের প্রশ্ন 2021 সালের প্রশ্ন 2022 সালের প্রশ্ন 2023 সালের প্রশ্ন
উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2018, Wbchse , Hs Education Suggestion, উচ্চ উচ্চ
মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন
| Higher Secondary Education Suggestion এর লিঙ্ক
নিচে
দেওয়া
আছে
।
এবার
উচ্চ
উচ্চ
মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান
(Higher Secondary Education/ Wbchse Hs Education) পরীক্ষার জন্য
খুব
ইম্পর্টেন্ট
প্রশ্নত্তরের
জন্য
West Bengal Hs Previous Year Question Paper || বিগত বছরের
প্রশ্ন
উচ্চউচ্চ
মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্নগুলো
দেখে
নেওয়া
দরকার
।
উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2018 , উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2018, উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2018, উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2018, উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2018 , উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
২০১৭
, উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
২০১৮,
উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
২০১৬,
উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
২০২০
, উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
২০১৯
|| উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
||West Bengal Hs Previous Year Question Paper Pdf Download
WB HS Previous Years Question Paper 2015 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2015 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2016 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2016 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2017 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2017 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2018 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2018 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2019 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2019 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2020 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2020 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2021 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2021 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2022 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2022 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2023 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2023 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2024 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2024 [WBCHSE]