H.S Geography Question Paper 2016 WBCHSE - উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2016 -WBCHSE Questions Paper With Answe || H.S West Bengal Board (WBCHSE) Last 10 Year Question Paper
H.S Geography Question Paper 2016 - উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2016 -WBCHSE Questions Paper With Answe || H.S West Bengal Board (WBCHSE) Last 10 Year Question Paper || West Bengal HS Previous Year Question Paper || ৫ বছরের প্রশ্ন উচ্চমাধ্যমিক ভূগোল ||
হ্যালো বন্ধুরা আপনি যদি H.S Geography Question Paper 2016 / উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2016 (বিগত বছরের প্রশ্ন।) যদি খুঁজছেন তাহলে আপনি সঠিক পৃষ্ঠায় আছেন। বন্ধুরা, আপনারা জানেন যে ভালো প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্নপত্রের পুনর্বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ, যদি আগের বছরের সঠিক প্রশ্নপত্রগুলো সময় মতো রিভিশন করা হয়, তাহলে বোঝা যাবে কোন প্রশ্ন করা হয়েছে।বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছে। পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এবং আপনি অবশ্যই একটি ভাল স্কোর পেতে পারেন। একজন শিক্ষার্থী সারা বছর ধরে খুব পরিশ্রম করে কিন্তু সে যদি আগের বছরের পেপার রিভাইজ না করে তাহলে সে পরীক্ষা দেওয়ার সময় অসুবিধায় পড়ে। নিখুঁত প্রশ্নপত্র নিয়ে এসেছে।
আপনি এখান থেকে সঠিক পরীক্ষার প্রশ্নপত্র দেখে আপনার প্রস্তুতি আরও ভাল করতে পারেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি যাতে আপনি কোন ধরনের সমস্যার সম্মুখীন না হন এবং আমরা আপনাকে সঠিক তথ্য দিতে পারি। পেতে, আমাদের সেই পোস্টের নাম বলুন। কমেন্ট বক্সে, আমরা আপনাকে সেই পোস্টটি সময়মতো দেওয়ার চেষ্টা করব।
2015 সালের প্রশ্ন | 2016 সালের প্রশ্ন | 2017 সালের প্রশ্ন |
2018 সালের প্রশ্ন | 2019 সালের প্রশ্ন | 2020 সালের প্রশ্ন |
2021 সালের প্রশ্ন | 2022 সালের প্রশ্ন | 2023 সালের প্রশ্ন |
WB HS Previous Years Question Paper | উচ্চমাধ্যমিক বিগত
বছরের
প্রশ্নপত্র
[WBCHSE]
GEOGRAPHY
(New Syllabus)
2016
Total Time 3 Hours 15 minutes
Total Marks : 70
বিভাগ – ক / PART – A
(Marks : 35)
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 7×5=35
(a) সমুদ্রতরঙ্গের ক্ষয়কাজের ফলে সৃষ্ট যে কোনো চারটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। অ্যাকুইফার ও অ্যাকুইক্লুড-এর পার্থক্য নির্দেশ করো। 5+2=7
অথবা,
চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো। ‘নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত’ বলতে কী বোঝায় ? 5+2=7
(b) মৌসুমি জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য নিরূপণ করো। ‘মৃত্তিকা পরিলেখ’ কাকে বলে ? 5+2=7
অথবা,
“ওজোন স্তর হ্রাসের প্রভাবগুলি কী কী ? জীব বৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা আলোচনা করো।
(c) দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কী কী ? নিবিড় জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম কেন ? ভারতে ‘নীল বিপ্লব’ বলতে কী বোঝায় ? 3+2+2=7
(d) ভারতের ‘রেডিমেট পোশাক শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। “কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ-ইস্পাত শিল্পে উন্নত”- রক্ত্যবটির সমর্থনে দুটি কারণ উল্লেখ করো। ইন্টারনেটের গুরুত্ব কী ? 3+2+2=7
(e) ‘জনবিবর্তন মডেল’-এর বিভিন্ন পর্যায়গুলি কীকী ? ‘রৈখিক জনবসতি’ বলতে কী বোঝায় ? বেঙ্গালুর ইলেকট্রনিক শিল্পে’ উন্নত হওয়ার দুটি কারণ উল্লেখ করো। 3+2+2=7
অথবা,
ছত্তিশগড় অঞ্চলের খনিজ সম্পদের বণ্টন ও শিল্প সমাবেশের একটি বিবরণ দাও। 3+4=7
বিভাগ – খ / PART – B
(Marks – 35)
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 7×5=35
(i) যে প্রক্রিয়ার মাধ্যমে কোন স্থানের শিলা চূর্ণ-বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে, তাকে বলে—
(a) ক্ষয়ী ভবন (b) পুঞ্জ ক্ষয়
(c) আবহ বিকার (d) পর্যায়ণ
উত্তরঃ
(c) আবহবিকার।
(ii) পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়। এ ধরনের জলকে বলা হয়—
(a) আবহিক জল (b) উৎস্যন্দ জল
(c) সহজাত জল (d) মহাসাগরীয় জল
উত্তরঃ
(c) সহজাত জল।
(iii) নরওয়ে ও সুইডেনের উপকূল হল—
(a) রিয়া উপকূল
(b) ফিয়র্ড উপকূল
(c) ডালমেশিয়ান উপকূল
(d) যৌগিক উপকূল
উত্তরঃ
(b) ফিয়র্ড উপকূল।
(iv) “ভূমিরূপ হল ভূ গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি” এই ধারণাটি কে প্রবর্তন করেন—
(a) জে. টি. হ্যাক (b) পেঙ্ক
(c) ইল. সি. কিং (d) ডেভিস
উত্তরঃ
(d) ডেভিস।
(v) গম্বুজাকৃতি পাহাড়ে কোন্ ধরনের নদী নকশার সৃষ্টি হয়—
(a) বৃক্ষরুপি (b) কেন্দ্রবিমুখ
(c) কেন্দ্রাভিমুখি (d) জাফরী রুপি
উত্তরঃ
(b) কেন্দ্রবিমুখ।
(vi) চারনোজেম মৃত্তিকা দেখা যায়—
(a) ক্রান্তীয় অঞ্চলে
(b) উপ ক্রান্তীয় অঞ্চলে
(c) নাতিশীতোষ্ণ অঞ্চলে
(d) মরু অঞ্চলে
উত্তরঃ
(c) নাতিশীতোষ্ণ অঞ্চলে।
(vii) প্রশমিত মাটির pH এর মান হল—
(a) 6.0 (b) 6.5 (c) 7.0 (d) 7.5
উত্তরঃ
(c) 7.0
(viii) দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাতকে বলা হয়—
(a) টাইফুন (b) টর্নেডো (c) হ্যারিকেন
(d) উইলি উইলি
উত্তরঃ
(a) টাইফুন।
(ix) এল নিনোর আবির্ভাব-এর বছরে উষ্ণ স্রোত দেখা যায়—
(a) মাদাগাস্কার উপকূলে
(b) পেরু ইকুয়েডর উপকূলে
(c) জাপান উপকূলে
(d) অস্ট্রেলিয়ার উপকূলে
উত্তরঃ
(b) পেরু ইকুয়েডর উপকূলে।
(x) ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হল—
(a) কার্বন ডাই অক্সাইড
(b) ক্লোরোফ্লুরোকার্বন
(c) সালফার ডাই অক্সাইড
(d) মিথেন
উত্তরঃ
(b) ক্লোরোফ্লুরোকার্বন।
(xi) জীব বৈচিত্রের উষ্ণাকেন্দ্রের (Hotspot) একটি উদাহরণ হল—
(a) গির অরণ্য
(b) শিবপুর বোটানিক্যাল গার্ডেন
(c) করবেট জাতীয় উদ্যান
(d) সাইলেন্ট ভ্যালি
উত্তরঃ
(d) সাইলেন্ট ভ্যালি।
(xii) একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয় এর উদাহরণ হল—
(a) সুনামি (b) খরা
(c) ভূপাল গ্যাস বিপর্যয় (d) ধ্বস
উত্তরঃ
(c) ভূপাল গ্যাস বিপর্যয়।
(xiii) যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল, ফল, শাকসবজি চাষ করা হয় তাকে বলে—
(a) উদ্যান কৃষি (b) মিশ্র কৃষি
(c) বাগিচা কৃষি (d) ব্যাপক কৃষি
উত্তরঃ
(a) উদ্যান কৃষি।
(xiv) শ্রীলঙ্কায় যে ফসল ‘লিভিং ফার্মেসী’ নামে পরিচিত, তা হলো—
(a) সয়াবিন (b) কফি বীজ (c) ডাব
(d) সূর্যমুখী
উত্তরঃ
(c) ডাব।
(xv) ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হলো—
(a) পশ্চিমবঙ্গ (b) বিহার (c) মধ্যপ্রদেশ
(d) মিজোরাম
উত্তরঃ
(a) পশ্চিমবঙ্গ।
(xvi) ভারতের উদীয়মান শিল্প হলো—
(a) তথ্যপ্রযুক্তি শিল্প (b) পেট্রোরসায়ন শিল্প
(c) বস্ত্র বয়ন শিল্প (d) কাগজ শিল্প
উত্তরঃ
(b) পেট্রোরসায়ন শিল্প।
(xvii) সুয়েজ খাল সংযুক্ত করেছে—
(a) ভূমধ্যসাগর ও এডেন উপসাগরকে
(b) ভূমধ্যসাগর ও আরল সাগরকে
(c) ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে
(d) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে
উত্তরঃ
(d) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে।
(xviii) দুটি রাস্তার সামনে মিলিত হলে সেখানে যে আকৃতির ধরনের বসতি গড়ে ওঠে, তা হল—
(a) ‘L’ আকৃতির (b) ‘Y’ আকৃতির
(c) ‘Z’ আকৃতির (d) ‘N’ আকৃতির
উত্তরঃ
(a) ‘L’ আকৃতির।
(xix) কোন শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলে—
(a) পৌরপুঞ্জ (b) মেগাসিটি (c) মহানগর
(d) মহানগর পুঞ্জ
উত্তরঃ
(c) মহানগর।
(xx)
2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটি হলো—
(a) পশ্চিমবঙ্গ (b) বিহার (c) উত্তর প্রদেশ
(d) মহারাষ্ট্র
উত্তরঃ
(c) উত্তর প্রদেশ।
(xxi) ছত্রিশগড়ের প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হলো—
(a) বোকারো (b) ভিলাই (c) রাউরকেল্লা
(d) বিশাখাপত্তনম
উত্তরঃ
(b) ভিলাই।
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×14=14
(i) ‘অন্ধ-উপত্যকা’ কাকে বলে ?
উত্তরঃ চুনাপাথর গঠিত অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত নদীর গতিপথে হঠাৎ কোন সিঙ্কহোল সৃষ্টি হলে নদী ঐ গর্তের মধ্যে দিয়ে ভূগর্ভে প্রবেশ করে। সিঙ্কহোল পর্যন্ত প্রসারিত জলপূর্ণ নদী উপত্যকাকে অন্ধ উপত্যকা বলে।
অথবা,
‘ড্যুরিক্রাস্ট’ কীভাবে গঠিত হয় ?
উত্তরঃ ল্যাটেরাইট গঠন প্রক্রিয়ায় ড্যুরিকাস্ট গঠিত হয়। ক্রান্তীয় অঞ্চলে আবহবিকারের ফলে ক্ষয় প্রতিরোধক শিলা অবশিষ্টাংশের থেকে ক্ষারকীয় পদার্থসমূহ অপসৃত হওয়ার পর কেবল Fe ও Al অক্সাইড এবং Ti ও Ni অক্সাইডগুলি পড়ে থাকে। সাথে থাকে কোয়ার্টজ ও কেওলিনাইট যা ড্যুরিক্র্যাস্ট মৃত্তিকা গঠন করে।
(ii) ‘উত্থিত উপকূল’ কাকে বলে ?
উত্তরঃ ভূ-আলোড়নের ফলে যখন কোনো উপকূল উত্থিত হয়ে যায় তখন সেই উপকূলকে উত্থিত উপকূল বলে।
উদাহরণ :- ভারতের কৃষ্ণনদীর ব-দ্বীপ অঞ্চল থেকে দক্ষিণ কুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তৃত উপকূল।
(iii) ‘বাজাদা’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ প্লায়া ও পার্শ্ববর্তী অংশে স্বল্পমেয়াদি প্রবল বর্ষায় উৎপন্ন পলি জমে সৃষ্ট সমভূমি হলো বাজাদা। বাজাদা বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত হয়।
(iv) ‘পূর্ববর্তী নদীর’ সংজ্ঞা দাও।
উত্তরঃ সাম্প্রতিক ভূ-উন্নয়নের আগে গঠিত নদী যদি এই অঞ্চলের ভূ-উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত নিম্নক্ষয়ের দ্বারা তার আগেকার প্রবাহ পথটি ধরে রাখতে পারে, তবে ঐ নদীকে পূর্ববর্তী নদী বলে। যেমন— গঙ্গা, ব্রহ্মপুত্র।
(v) কোন্ ধরনের মৃত্তিকা ‘শারীরবৃত্তীয় শুদ্ধ মৃত্তিকা’ নামে পরিচিত ?
উত্তরঃ মরু অঞ্চলে যে মৃত্তিকা অতিরিক্ত লবণতার জন্য উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহে অনুকূল হয় না, অনুরূপ মৃত্তিকা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত।
অথবা,
মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি উল্লেখ করো।
উত্তরঃ মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি হল– (i) বনসৃজন ও (ii) পশুচারণ নিয়ন্ত্রণ।
(vi) ‘ঘূর্ণবাতের চক্ষু’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ ঘূর্ণবাতের একেবারে কেন্দ্রস্থলে শান্ত, বায়ুপ্রবাহহীন মেঘহীন নির্মল আকাশযুক্ত, বৃষ্টিহীন, সর্বনিম্ন বায়ুচাপ এবং সর্বোচ্চ উষ্ণতা ও আর্দ্রতাযুক্ত বৃত্তাকার অঞ্চলকে ঘূর্ণবাতের চক্ষু বলে।
(vii) ‘জেট বায়ুপ্রবাহ’ কী ?
উত্তরঃ ভূ-পৃষ্ঠ থেকে ওপরে 6 -12 কিমি: উচ্চতায় প্রধানত 30° – 40° উত্তর অক্ষাংশের মধ্যে যেখানে দ্রুত তাপ পরিবর্তন হয় সেখানে পশ্চিম থেকে পূর্বে সার্পিলাকারে ঘন্টায় 320 – 485 কিমি বেগে যে ঊর্ধ্বগামী বায়ু প্রবাহিত হয় তাকে জেট বায়ুপ্রবাহ বলে।
অথবা,
‘ভাসমান মূলী জলজ উদ্ভিদের’ সংজ্ঞা দাও।
উত্তরঃ যে সমস্ত জলজ উদ্ভিদের মূল জলাশয়ের তলদেশের কর্দমাক্ত মাটিতে প্রোথিত থাকে কিছু পাতা ও ফুলগুলি জলতলের উর্দ্ধে ভাসমান অবস্থায় থাকলেও অবশিষ্ট উদ্ভিদাংশ জলে নিমজ্জিত থাকে, তাদের ‘ভাসমান মূলী জলজ উদ্ভিদ’ বলে। যেমন– পদ্ম, শালুক।
(viii) ‘উচ্চ-তাপযুক্ত উদ্ভিদ’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ যেসব উদ্ভিদের সারাবছর অধিক উষ্ণতার প্রয়োজন তাদের মেগাথার্ম উদ্ভিদ বলে। গড়ে 25°-27° উষ্ণতার প্রয়োজন।
(ix) নেপালে সাম্প্রতিক বিপর্যয়ের কারণ কী ?
উত্তরঃ নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের কারণ অতি তীব্র ভূমিকম্প।
(x) কোনো অঞ্চলের ‘শস্য প্রগাঢ়তা’ কীভাবে নির্ণয় করা হয় ?
উত্তরঃ শস্য প্রগাঢ়তা= (মোট চাষের জমি ÷ প্রকৃত চাষের জমি) ×100
অথবা,
কেরালায় স্থানাস্তর কৃষির স্থানীয় নাম কী ?
উত্তরঃ কেরালার স্থানান্তর কৃষির স্থানীয় নাম হল– পুনাম।
(xi) দক্ষিণ ভারতের দুটি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম করো।
উত্তরঃ (i) অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম (ii) তামিলনাড়ুর সালেম
অথবা,
কাগজ শিল্পের চারটি কাঁচামালের নাম লেখো।
উত্তরঃ কেরালার স্থানান্তর কৃষির স্থানীয় নাম হল– (i) সরলবর্গীয় গাছের (পাইন, ফার) নরম কাঠ, (ii) বাঁশ, (iii) কস্টিক সোডা, (iv) সোডা অ্যাশ।
(xii) W.T.O-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ W.T.O এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের রাজধানী জেনিভায় অবস্থিত।
(xiii) ‘জলবিন্দু বসতি’ বলতে কী বোঝো ?
উত্তরঃ নাতিশুষ্ক বা শুষ্ক জলবায়ু অঞ্চলে যখন জলের উৎসকে কেন্দ্র করে বসতি গড়ে ওঠে তখন তাকে জলবিন্দু বসতি বলে।
অথবা,
‘অতিজনাকীর্ণতা’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ যখন কার্যকর জমির ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি জনসংখ্যা গড়ে ওঠে অর্থাৎ জনপ্রতি সম্পদের যোগান কম হয় তখন তাকে ‘অতিজনাকীর্ণতা’ বলে।
(xiv) ‘পরিকল্পনা অঞ্চল’-এর সংজ্ঞা দাও ।
উত্তরঃ প্রথাগত এবং কার্যকারী অঞ্চল যখন একসঙ্গে মিলিত হয়ে একটি নতুন অঞ্চল গড়ে তোলে তাকেই পরিকল্পনা অঞ্চল বলে।
অথবা,
‘ক্ষুদ্র অঞ্চল’-এর সংজ্ঞা দাও।
উত্তরঃ আঞ্চলিক ক্রমের ক্ষুদ্রতম এই একক পরিকল্পনার সর্বনিম্ন স্তরে থাকে। এটি একটি জেলা বা একটি ব্লক বা তহশিল অথবা তহশিলের একটি ক্ষুদ্রতর অংশ নিয়ে গঠিত হতে পারে।
2015 সালের প্রশ্ন | 2016 সালের প্রশ্ন | 2017 সালের প্রশ্ন |
2018 সালের প্রশ্ন | 2019 সালের প্রশ্ন | 2020 সালের প্রশ্ন |
2021 সালের প্রশ্ন | 2022 সালের প্রশ্ন | 2023 সালের প্রশ্ন |
HS GEOGRAPHY QUESTION
2016, WEST BENGAL HS PREVIOUS YEAR QUESTION PAPER, উচ্চ উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2016, উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2016, উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2016, উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2016, উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2016, উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2016, উচ্চ
উচ্চ
মাধ্যমিক ভূগোল পরীক্ষার
প্রশ্ন,
উচ্চ
উচ্চ
মাধ্যমিক ভূগোল সাজেশন,
বিগত
বছরের
প্রশ্ন
উচ্চউচ্চ
মাধ্যমিক ভূগোল প্রশ্ন
উচ্চ উচ্চ
মাধ্যমিক প্রশ্নপত্র
(West Bengal Board Higher Secondary Question Papers) সংক্রান্ত
জিজ্ঞাসিত কিছু
প্রশ্ন (FAQs)
Q.1. উচ্চ
মাধ্যমিকের প্রশ্নপত্র
কী কী
ভাষায় পাবো?
Ans. পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ভূগোল, ভূগোল, হিন্দি, উর্দু, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, তেলুগু সহ বিভিন্ন ভাষায় উপলব্ধ।
Q.2. Higher Secondary 2016 একটি
বিষয়ের প্রশ্নপত্রে
কটি বিভাগ
থাকবে?
Ans. উচ্চ মাধ্যমিকে (XII)-এ থিয়োরি বিভাগে দুটি অংশ থাকে, Part-A এবং
Part-B। Part-A তে Traditional ধরনের প্রশ্ন থাকে, কিন্তু Part-B প্রশ্নপত্রটি
Question cum Answer Type Booklet হয় যেখানে মূলত প্রতিটি 1 নম্বরের MCQ (Multiple Choice Question) এবং SAQ (Short Answer Type Question) প্রশ্ন থাকে।
Q.3. আমি
কি
Part-A এর আগে
Part-B এর উত্তর
করতে পারি?
Ans. উচ্চ মাধ্যমিকের Part-B প্রশ্নপত্রটি,
Part-A এর পরে দেওয়া হয় কারণ এটি একটি নির্দিষ্ট সিরিজ অনুযায়ী সাজানো থাকে, তাই তোমাকে Part-A আগে উত্তর করে নিতে হবে।
Q.4.
HS 2016 এর মডেল
প্রশ্ন পাওয়া
যায় কি?
Ans. হ্যাঁ, তুমি উচ্চ উচ্চ
মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট www.tarakexamcenter.in থেকে এটি ডাউনলোড করতে পারো।
Q.5.
HS 2016 এর আগের
বছরের প্রশ্ন
কোথায় পেতে
পারি?
Ans. বিগত বছরগুলিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে তুমি সরাসরি উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সংগ্রহ করতে পারো। এছাড়া পর্ষদের অফিসের সেলস কাউন্টার থেকেও তুমি বিগত বছরগুলির প্রশ্ন সংগ্রহ করতে পারো।
Q.6.
উচ্চ উচ্চ
মাধ্যমিক MCQ
তে নেগেটিভ
মার্কিং থাকে
কি?
Ans. না, পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিকের MCQ-তে কোনো নেগেটিভ মার্কিং থাকে না।
Q.7.
উচ্চ উচ্চ
মাধ্যমিক নতুন
ও পুরোনো
সিলেবাসের জন্য
কি আলাদা
প্রশ্ন হয়?
Ans. প্রতিবছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা একইসাথে নেওয়া হয় পুরোনো ও নতুন সিলেবাসের (Old and New Syllabus) ওপর। পুরোনো সিলাবাসের প্রশ্নপত্র সম্পর্কে শিক্ষার্থীরা ইতিমধ্যেই অবগত রয়েছে এবং সেই একই ধরনের প্রশ্নপত্র 2016 উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও ব্যবহার করা হবে। নতুন সিলেবাসের জন্য 2016 এর পদ্ধতি অনুসারে পরীক্ষা গ্রহন করা হবে।
2015 সালের প্রশ্ন | 2016 সালের প্রশ্ন | 2017 সালের প্রশ্ন |
2018 সালের প্রশ্ন | 2019 সালের প্রশ্ন | 2020 সালের প্রশ্ন |
2021 সালের প্রশ্ন | 2022 সালের প্রশ্ন | 2023 সালের প্রশ্ন |
উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2016, Wbchse , Hs Geography Suggestion, উচ্চ উচ্চ
মাধ্যমিক ভূগোল সাজেশন
| Higher Secondary Geography Suggestion এর লিঙ্ক
নিচে
দেওয়া
আছে
।
এবার
উচ্চ
উচ্চ
মাধ্যমিক ভূগোল (Higher
Secondary Geography/ Wbchse Hs Geography) পরীক্ষার জন্য
খুব
ইম্পর্টেন্ট
প্রশ্নত্তরের
জন্য
West Bengal Hs Previous Year Question Paper || বিগত বছরের
প্রশ্ন
উচ্চউচ্চ
মাধ্যমিক ভূগোল প্রশ্নগুলো
দেখে
নেওয়া
দরকার
।
উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2016 , উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2016, উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2016, উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2016, উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
2016 , উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
২০১৭
, উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
২০১৮,
উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
২০১৬,
উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
২০২০
, উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
২০১৯
|| উচ্চ
উচ্চ
মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন
||West Bengal Hs Previous Year Question Paper Pdf Download
WB HS Previous Years Question Paper 2015 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2015 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2016 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2016 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2017 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2017 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2018 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2018 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2019 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2019 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2020 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2020 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2021 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2021 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2022 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2022 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2023 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2023 [WBCHSE]
WB HS Previous Years Question Paper 2024 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2024 [WBCHSE]