পরীক্ষার প্রস্তুতি, নোটস সাজেশন পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করো Join

H.S Geography Question Paper 2023 WBCHSE - উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2023

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

 H.S Geography Question Paper 2023 - উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2023 -WBCHSE Questions Paper With Answe || H.S West Bengal Board (WBCHSE) Last 10 Year Question Paper ||  West Bengal HS Previous Year Question Paper || ৫ বছরের প্রশ্ন উচ্চমাধ্যমিক ভূগোল ||



হ্যালো বন্ধুরা আপনি  যদি  H.S Geography Question Paper 2023 / উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2023  (বিগত বছরের প্রশ্ন।) যদি খুঁজছেন তাহলে আপনি সঠিক পৃষ্ঠায় আছেন বন্ধুরা, আপনারা জানেন যে ভালো প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্নপত্রের পুনর্বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ, যদি আগের বছরের সঠিক প্রশ্নপত্রগুলো সময় মতো রিভিশন করা হয়, তাহলে বোঝা যাবে কোন প্রশ্ন করা হয়েছেবিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছে পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এবং আপনি অবশ্যই একটি ভাল স্কোর পেতে পারেন একজন শিক্ষার্থী সারা বছর ধরে খুব পরিশ্রম করে কিন্তু সে যদি আগের বছরের পেপার রিভাইজ না করে তাহলে সে পরীক্ষা দেওয়ার সময় অসুবিধায় পড়ে নিখুঁত প্রশ্নপত্র নিয়ে এসেছে

আপনি এখান থেকে সঠিক পরীক্ষার প্রশ্নপত্র দেখে আপনার প্রস্তুতি আরও ভাল করতে পারেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি যাতে আপনি কোন ধরনের সমস্যার সম্মুখীন না হন এবং আমরা আপনাকে সঠিক তথ্য দিতে পারি পেতে, আমাদের সেই পোস্টের নাম বলুন কমেন্ট বক্সে, আমরা আপনাকে সেই পোস্টটি সময়মতো দেওয়ার চেষ্টা করব

👇H.S 10 বছরের প্রশ্নপত্র নিতে ক্লিক করুন👇
2015 সালের প্রশ্ন 2016 সালের প্রশ্ন 2017 সালের প্রশ্ন 
2018 সালের প্রশ্ন 2019 সালের প্রশ্ন 2020 সালের প্রশ্ন 
2021 সালের প্রশ্ন 2022 সালের প্রশ্ন 2023 সালের প্রশ্ন 

WB HS Previous Years Question Paper | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র [WBCHSE]

GEOGRAPHY
(New Syllabus)
2023
Total Time 3 Hours 15 minutes
Total Marks : 70

 

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্রে লেখো : 1×21=21

 

(i) সোয়ালো হোল যে পথ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে, তাকে বলে
(a) হাম্স্‌ (b) ডোলাইন (c) পোনোর
(d) পোলজি

উত্তরঃ (c) পোনোর

(ii) যে শিলাস্তর জল ধরে রাখতে বা পরিবাহিত করতে সমর্থ নয়, তাকে
(a) অ্যাকুইফিউজ (b) অ্যাকুইফার
(c) অ্যাকুইডাক্ট (d) অ্যাকুইড

উত্তরঃ (a) অ্যাকুইফিউজ

(iii) কেরলের মালাবার উপকূল যে প্রকার উপকূলের উদাহরণ, সেটি হলো
(a) ফিয়র্ড উপকূল
(b) ডালমেশিয়ান উপকূল
(c) রিয়া উপকূল
(d) যৌগিক উপকূল

উত্তরঃ (d) যৌগিক উপকূল

(iv) স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট একটি ভূমিরূপ হলো
(a) মোনাডনক (b) নিক্বিন্দু
(c) ইনসেলবার্জ (d) হামস্

উত্তরঃ (a) মোনাডনক

(v) মরু অঞ্চলে প্লায়াকে কেন্দ্র করে যে নদী-নক্শা গঠিত হয়, সেটি হলো
(a) বৃক্ষরূপী নদী-নক্শা
(b) কেন্দ্রমুখী নদী-নক্শা
(c) পিনেট নদী নক্শা
(d) আয়তাকার নদী-নক্শা

উত্তরঃ(b) কেন্দ্রমুখী নদী-নক্শা

(vi) মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো
(a) হিটোসল (b) অ্যারিডিসল (c) মলিসল
(d) অ্যান্ডিসন

উত্তরঃ (b) অ্যারিডিসল

(vii) মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেই স্তরটি হলো
(a) ‘A’ স্তর (b) ‘B’ স্তর (c) ‘O’ স্তর (d) ‘R’ স্তর

উত্তরঃ (c) ‘O’ স্তর

(viii) ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত, তা হলো
(a) উষ্ণ মরু জলবায়ু অঞ্চল
(b) মৌসুমী জলবায়ু অঞ্চল
(c) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
(d) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল

উত্তরঃ (d) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল

(ix) এল-নিনো এবং লা-নিনার প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয়
(a) আটলান্টিক মহাসাগরে
(b) প্রশান্ত মহাসাগরে
(c) ভারত মহাসাগরে
(d) সুমেরু মহাসাগরে

উত্তরঃ (b) প্রশান্ত মহাসাগরে

(x) দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত যে নামে পরিচিত, তা হলো
(a) উইলি-উইলি (b) টর্নেডো (c) হ্যারিকেন
(d) টাইফুন

উত্তরঃ (d) টাইফুন

(xi) UNESCO কর্তৃকমানুষ জীবমণ্ডল কর্মসূচীপ্রথম গৃহীত হয়
(a) 1961 খ্রীষ্টাব্দে (b) 1971 খ্রীষ্টাব্দে
(c) 1981 খ্রীষ্টাব্দে (d) 1991 খ্রীষ্টাব্দে

উত্তরঃ (b) 1971 খ্রীষ্টাব্দে

(xii) ‘জৈব বিপর্যয়’-এর একটি উদাহরণ হলো
(a) 1984 খ্রীষ্টাব্দের ভূপাল গ্যাস দুর্ঘটনা
(b) 2020 খ্রীষ্টাব্দের COVID 19 অতিমারী
(c) 2004 খ্রীষ্টাব্দে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামি
(d) 2009 খ্রীষ্টাব্দে সৃষ্টআয়লাঘুর্ণিঝড়

উত্তরঃ (b) 2020 খ্রীষ্টাব্দের COVID 19 অতিমারী

(xii) প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত নয়, এমন একটি অর্থনৈতিক কার্যাবলির উদাহরণ হলো
(a) খাদ্য সংগ্রহ
(b) পশুপালক যাযাবর বৃত্তি
(c) স্থানান্তর কৃষি
(d) খাদ্য প্রক্রিয়াকরণ

উত্তরঃ (d) খাদ্য প্রক্রিয়াকরণ

(xiv) ভারতে বাগিচা কৃষির সাথে যুক্ত নয় এমন একটি ফসল হলো
(a) চা (b) কফি (c) কার্পাস (d) রবার

উত্তরঃ (c) কার্পাস

(xv) শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন
(a) অগাস্ট লশ
(b) আলফ্রেড ওয়েবার
(c) . ডব্লু. জিমারম্যান
(d) জে. সি. উইভার

উত্তরঃ (b) আলফ্রেড ওয়েবার

(xvi) ভারতে প্রথম কাগজ কল স্থাপিত হয়
(a) টিটাগড়ে (b) শ্রীরামপুরে (c) রাণীগঞ্জে
(d) নৈহাটিতে

উত্তরঃ (b) শ্রীরামপুরে

(xvii) WTO- সদর দপ্তরটি অবস্থিত
(a) ভিয়েনায় (b) নিউ ইয়র্কে (c) জেনিভাতে
(d) কাঠমান্ডুতে

উত্তরঃ (c) জেনিভাতে

(xviii) শিল্পে নিযুক্ত কর্মীদের বলা হয়
(a) সাদা পোশাকের কর্মী
(b) লাল পোশাকের কর্মী
(c) নীল পোশাকের কর্মী
(d) গোলাপি পোশাকের কর্মী

উত্তরঃ (c) নীল পোশাকের কর্মী

(xix) ভারতে বয়ঃলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হলো
(a) (মোট নারীর সংখ্যা / মোট পুরুষের সংখ্যা) × 100
(b) (মোট নারীর সংখ্যা / মোট পুরুষের সংখ্যা) × 1000
(c) (মোট পুরুষের সংখ্যা / মোট নারীর সংখ্যা) × 100
(d) (মোট পুরুষের সংখ্যা / মোট নারীর সংখ্যা) x 1000

উত্তরঃ (b) (মোট নারীর সংখ্যা / মোট পুরুষের সংখ্যা) × 1000

(xx) উপকূলস্থ বালিয়াড়ি বরাবর যে প্রকারের বসতি গড়ে ওঠে, তা হলো
(a) পিণ্ডাকৃতি বসতি (b) আয়তাকার বসতি
(c) রৈখিক বসতি (d) বৃত্তাকার বসতি

উত্তরঃ (c) রৈখিক বসতি

(xxi) হলদিয়া বন্দরটি যে দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত, সেগুলি হলো
(a) হলদি নদী এবং হুগলি নদী
(b) হলদি নদী এবং রূপনারায়ণ নদী
(c) হলদি নদী এবং কেলেঘাই নদী
(d) হলদি নদী এবং শিলাবতী নদী

উত্তরঃ (a) হলদি নদী এবং হুগলি নদী

 

(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)

 

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×14=14

 

(i) ‘বহির্জাত প্রক্রিয়াবলতে কী বোঝায় ?

উত্তরঃ যে প্রক্রিয়ার মাধ্যমে নদী , বায়ু হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠে রূপের ক্রিয়াশীল হয়ে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলা হয়

অথবা,

 

টেরারোসাকী ?

উত্তরঃ Terra শব্দটির অর্থ হল মৃত্তিকা এবং Rossa শব্দের অর্থ হল লাল। সাধারণত মৃদু ঢাল যুক্ত চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলে বিশুদ্ধ চুনাপাথর দ্রবীভূত হলে অদ্রাব্য শুষ্ক লৌহের যৌগ ভূপৃষ্টের ওপরে পড়ে কালক্রমে আম্লিক লাল অবক্ষেপনের সৃষ্টি হয়। ভূমধ্যসাগরীয় অঞ্চলে একে টেরারোসা বলা হয়

 

(ii) ‘পশ্চাদ্ তটভূমিকাকে বলে ?

উত্তরঃ সমুদ্র জলের উর্ধ্বসীমা থেকে উপকূলস্থ খাড়া পাড় বা ভৃগুতট পর্যন্ত বিস্তৃত অংশকে পশ্চাৎ তটভূমি বলে। পশ্চাৎ তটভূমিতে ঝটিকা তরঙ্গের জল পৌঁছালেও তা ওই জল দ্বারা খুব কম সময়ই প্লাবিত হয় এবং প্রায় সব সময় উন্মুক্ত থাকে

 

অথবা,

 

গ্রেট বেরিয়ার রীফ কোন্ মহাদেশের অন্তর্গত ?

উত্তরঃ গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে অসাধারণ বৈচিত্র্য এবং সৌন্দর্যের একটি স্থান। এটিতে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীরের সংগ্রহ রয়েছে, যেখানে 400 ধরনের প্রবাল, 1,500 প্রজাতির মাছ এবং 4,000 ধরনের মোলাস্ক রয়েছে

 

(iii) ‘ইনসেলবার্জকাকে বলে ?

উত্তরঃ মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যেের ফলে সৃষ্ট খাড়া পার্শ্বদেশ প্রায় সমতল বা গোলাকার শিখরদেশ বিশিষ্ট কঠিন শিলায় গঠিত বিচ্ছিন্ন দ্বীপের ন্যায় অবশিষ্ট বা ক্ষয়ীভূত পাহাড়কে ইনসেলবার্জ বলে

 

(iv) “জলনির্গম প্রণালী সংজ্ঞা দাও

উত্তরঃ চারপাশের উঁচু স্থান থেকে মধ্যভাগের একটি নিম্নভূমির দিকে ছোট ছোট নদী প্রবাহিত হয়ে যে নদী নকশা গড়ে ওঠে তাকে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী বলা হয়

 

অথবা,

অধ্যারোপিত নদী সংজ্ঞা দাও

উত্তরঃ নতুন সঞ্চিত শিলাস্তরের উপর গঠিত কোনো নদী নীচের প্রাচীন শিলার উপর অধিষ্ঠিত হলে, তাকে বলা হয় অধ্যারোপিত নদী

 

(v) ‘পডজলিকরণবলতে কী বোঝায় ?

উত্তরঃ যে প্রক্রিয়ায় মৃত্তিকার উপরিস্তরে সিলিকা সঞ্চিত হয় এবং লোহা অ্যালুমিনিয়াম অপসৃত হয় ধৌত প্রক্রিয়ার মাধ্যমে, তাকেপডজলিকরণবা পডসলাইজেশন বলে

 

অথবা,

 

মৃত্তিকাস্থিত প্রধান তিনটি পুষ্টিমৌলের নাম লেখো

উত্তরঃ উদ্ভিদ তার নিজের বৃদ্ধির জন্য বায়ু থেকে CO , মৃত্তিকা থেকে খনিজ লবণ জল এবং সূর্য থেকে আগত আলাে ব্যবহার করে সালােকসংশ্লেষের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে। এদের মধ্যে খনিজ জল প্রধানত মূত্তিকা থেকে সরবরাহ হয়ে থাকে। এই খনিজ জলকে মৃত্তিকাস্থিত পুষ্টিমৌল বলে

 

(vi) একটি খরা প্রতিরোধী একটি খরা সহ্যকারী উদ্ভিদের নাম লেখো

উত্তরঃ খরা প্রতিরোধীফণীমনসা, রসালো ্যাকটাস, ঘৃতকুমারী, শতমূলী প্রভৃতি

খরা সহ্যকারীবাবলা, আকন্দ, খেজুর প্রভৃতি

 

(vii) ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের এককের নাম লেখো

উত্তরঃ ডবসন হল ওজোন পরিমাপের একক

 

অথবা,

 

‘4 O’clock rain’ কোন্ জলবায়ু অঞ্চলের সাথে যুক্ত ?

উত্তরঃ নিরক্ষীয় জল বায়ু অঞ্চলে 4 O’clock rain দেখা যায়

 

(viii) ‘বিপন্ন প্রজাতিবলতে কী বোঝায় ?

উত্তরঃ বিপন্ন প্রজাতি হল এমন একটি প্রজাতি যাদের অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে বলে শ্রেণীবদ্ধ করা হয়েছে

 

অথবা,

 

বহিঃক্ষেত্রীয় সংরক্ষণকাকে বলে ?

উত্তরঃ যে ক্ষেত্রে জীব প্রজাতিকে তার নিজ বাসস্থানের বাইরে কৃত্রিম পরিবেশে রক্ষা করা হয়, তাকে বহিঃক্ষেত্রীয় বা এক্স-সিটু সংরক্ষন বলে

 

(ix) ভারতীয় আবহাওয়া দপ্তর প্রদত্তখরা সংজ্ঞা দাও

উত্তরঃ কোন অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশের কম হলে করা সৃষ্টি হয়

 

(x) “বাণিজ্য কৃষিকাকে বলে ?

উত্তরঃ যে সমস্ত অঞ্চলে জনসংখ্যার তুলনাই জমির পরিমাণ বেশি, সেখানে উন্নত মানের কৃষি পদ্ধতি ব্যাবহার করে প্রচুর ফসল ফলানো হয়, ফলে সেই সমস্ত ফসল বাইরে রপ্তানি করা হয়, সেই কৃষিকেই বাণিজ্য কৃষি বা ব্যাপক কৃষি বলে

 

অথবা,

 

ভারতে সয়াবীন উৎপাদনকারী দুটি উল্লেখযোগ্য রাজ্যের নাম করো

উত্তরঃ মধ্যপ্রদেশ হল ভারতের বৃহত্তম সয়াবিন উৎপাদনকারী রাজ্য, তারপরে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র এবং রাজস্থান। ভারতে প্রতি বছর 12 মিলিয়ন টন সয়াবিন উৎপাদিত হয়

 

(xi) ‘আইসোটিম’-এর সংজ্ঞা দাও

উত্তরঃ ওয়েবারের তত্ত্ব অনুযায়ী কোনো একটি নির্দিষ্ট স্থান থেকে অন্য একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত যেখানে পরিবহন ব্যায় সমান হয়, সেই সমান পরিবহন যুক্ত অনেক গুলি স্থানকে একটি রেখা দ্বারা যুক্ত করে, যে রেখা পায়ও যায় তাকে আইসোটিম বলে

 

(xii) ‘অতি নব্য অর্থনৈতিক কার্যাবলিবলতে কী বোঝায় ?

উত্তরঃ ১ম, ২য়, ৩য়, ৪র্থস্তরের সুষ্ঠু সুচিন্তিত নীতি নির্ধারণ পরিকল্পনা গ্রহণ পরামর্শদান ব্যাখ্যা বিশ্লেষণ পরিচালন সংক্রান্ত অতি উচ্চমানের পরিষেবা মূলক কার্যাবলীকেঅতি নব্য অর্থনৈতিক কার্যাবলিবলা হয়

 

(xii) ‘কাম্য জনসংখ্যাবলতে কী বোঝায় ?

উত্তরঃ কোনো দেশের জনসংখ্যা সেই দেশের প্রাপ্ত সম্পদের অনুপাতে গড়ে উঠলে তাকে কাম্য জনসংখ্যা বলে

 

(xiv) বেঙ্গালুরুকেভারতের সিলিকন ভ্যালিবলা হয় কেন ?

উত্তরঃ ভারত সরকারের টেলিকমিউনিকেশন সরঞ্জাম কোম্পানি C-DOT. এবং বৈদ্যুতিক ভোট যন্ত্র EVM, বিমান, জাহাজ, ্যাডার, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরীর সংস্থা BEL BHEL বেঙ্গালুরুতে রয়েছে। এই সাদৃশ্যের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক্স শিল্পকেন্দ্র সিলিকন ভ্যালির সঙ্গে তুলনা করে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়

 

(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)

 

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 7×5=35

 

(a) সমুদ্রতরঙ্গের ক্ষয়কাজের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো।কেন্দ্রবিমুখ নদী-নকশাবলতে কী বোঝায় ? 6+1

অথবা,

ভূমির পুনর্যৌবনলাভের ফলে গঠিত যে কোনো দুটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। মাটি সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা আলোচনা করো। 4+3

(b) ‘গ্রিনহাউস গ্যাসগুলির নাম লেখো। ওজোন স্তরের অবক্ষয়ের ফলাফল আলোচনা করো। 2+5

অথবা,

দুর্যোগ বিপর্যয়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বন্যাকেআধা-প্রাকৃতিক দুর্যোগবলা হয় কেন ? 2+3+2

(c) শুষ্ক কৃষি কাকে বলে ? মিশরে উন্নতমানের কার্পাস উৎপন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো। গুজরাটেশ্বেত বিপ্লব’-এর সূচনার কারণ বিশ্লেষণ করো। 1+3+3

(d) ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো-রসায়ন শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো
আমেরিকা যুক্তরাষ্ট্রের কার্পাস-বয়ন শিল্পের বণ্টন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4+3

(e) বিশ্বব্যাপী জনসংখ্যা বণ্টনের ওপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো
ছত্তিশগড়ের খনিজ সম্পদের একটি বিবরণ দাও। ভারতের আদমসুমারি অনুযায়ীমহানগর’-এর সংজ্ঞা দাও। 3+3+1

অথবা,

ভারতের পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম আলোচনা করো। গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো। 4+3

 

 

👇H.S 10 বছরের প্রশ্নপত্র নিতে ক্লিক করুন👇
2015 সালের প্রশ্ন 2016 সালের প্রশ্ন 2017 সালের প্রশ্ন 
2018 সালের প্রশ্ন 2019 সালের প্রশ্ন 2020 সালের প্রশ্ন 
2021 সালের প্রশ্ন 2022 সালের প্রশ্ন 2023 সালের প্রশ্ন 

HS GEOGRAPHY QUESTION 2023, WEST BENGAL HS PREVIOUS YEAR QUESTION PAPER, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2023, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2023, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2023, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2023, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2023, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2023, উচ্চ উচ্চ মাধ্যমিক  ভূগোল পরীক্ষার প্রশ্ন, উচ্চ উচ্চ মাধ্যমিক  ভূগোল সাজেশন, বিগত বছরের প্রশ্ন উচ্চউচ্চ মাধ্যমিক  ভূগোল প্রশ্ন

 

উচ্চ উচ্চ মাধ্যমিক  প্রশ্নপত্র (West Bengal Board Higher Secondary Question Papers) সংক্রান্ত জিজ্ঞাসিত কিছু প্রশ্ন (FAQs)

Q.1. উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কী কী ভাষায় পাবো?

Ans. পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ভূগোল, ভূগোল, হিন্দি, উর্দু, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, তেলুগু সহ বিভিন্ন ভাষায় উপলব্ধ

Q.2. Higher Secondary 2023 একটি বিষয়ের প্রশ্নপত্রে কটি বিভাগ থাকবে?

Ans. উচ্চ মাধ্যমিকে (XII)- থিয়োরি বিভাগে দুটি অংশ থাকে, Part-A এবং Part-B। Part-A তে Traditional ধরনের প্রশ্ন থাকে, কিন্তু Part-B প্রশ্নপত্রটি Question cum Answer Type Booklet হয় যেখানে মূলত প্রতিটি  1 নম্বরের MCQ (Multiple Choice Question) এবং SAQ (Short Answer Type Question) প্রশ্ন থাকে

Q.3. আমি কি  Part-A এর আগে Part-B এর উত্তর করতে পারি?

Ans. উচ্চ মাধ্যমিকের Part-B প্রশ্নপত্রটি, Part-A এর পরে দেওয়া হয় কারণ এটি একটি নির্দিষ্ট সিরিজ অনুযায়ী সাজানো থাকে, তাই তোমাকে Part-A আগে উত্তর করে নিতে হবে

Q.4.  HS 2023 এর মডেল প্রশ্ন পাওয়া যায় কি?

Ans. হ্যাঁ, তুমি উচ্চ উচ্চ মাধ্যমিক  শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট  www.tarakexamcenter.in থেকে এটি ডাউনলোড করতে পারো

Q.5.  HS 2023 এর আগের বছরের প্রশ্ন কোথায় পেতে পারি?

Ans.  বিগত বছরগুলিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে তুমি সরাসরি উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সংগ্রহ করতে পারোএছাড়া পর্ষদের অফিসের সেলস কাউন্টার থেকেও তুমি বিগত বছরগুলির প্রশ্ন সংগ্রহ করতে পারো

Q.6.  উচ্চ উচ্চ মাধ্যমিক  MCQ তে নেগেটিভ মার্কিং থাকে কি?

Ans. না, পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিকের MCQ-তে কোনো নেগেটিভ মার্কিং থাকে না

Q.7.  উচ্চ উচ্চ মাধ্যমিক  নতুন পুরোনো সিলেবাসের জন্য কি আলাদা প্রশ্ন হয়?

Ans. প্রতিবছর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা একইসাথে নেওয়া হয় পুরোনো নতুন সিলেবাসের (Old and New Syllabus) ওপরপুরোনো সিলাবাসের প্রশ্নপত্র সম্পর্কে শিক্ষার্থীরা ইতিমধ্যেই অবগত রয়েছে এবং সেই একই ধরনের প্রশ্নপত্র 2023 উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষাতেও ব্যবহার করা হবেনতুন সিলেবাসের জন্য 2023 এর পদ্ধতি অনুসারে পরীক্ষা গ্রহন করা হবে

👇H.S 10 বছরের প্রশ্নপত্র নিতে ক্লিক করুন👇
2015 সালের প্রশ্ন 2016 সালের প্রশ্ন 2017 সালের প্রশ্ন 
2018 সালের প্রশ্ন 2019 সালের প্রশ্ন 2020 সালের প্রশ্ন 
2021 সালের প্রশ্ন 2022 সালের প্রশ্ন 2023 সালের প্রশ্ন 

উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2023, Wbchse , Hs Geography Suggestion, উচ্চ উচ্চ মাধ্যমিক  ভূগোল সাজেশন | Higher Secondary Geography Suggestion এর লিঙ্ক নিচে দেওয়া আছে এবার উচ্চ উচ্চ মাধ্যমিক  ভূগোল (Higher Secondary Geography/ Wbchse Hs Geography) পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্নত্তরের জন্য West Bengal Hs Previous Year Question Paper || বিগত বছরের প্রশ্ন উচ্চউচ্চ মাধ্যমিক  ভূগোল প্রশ্নগুলো দেখে নেওয়া দরকার উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2023 , উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2023, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2023, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2023, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2023 , উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০১৭ , উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০১৮, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০১৬, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০২০ , উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০১৯ || উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ||West Bengal Hs Previous Year Question Paper Pdf Download

WB HS Previous Years Question Paper 2015 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2015 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2016 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2016 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2017 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2017 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2018 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2018 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2019 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2019 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2020 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2020 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2021 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2021 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2022 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2022 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2023 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2023 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2024 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2024 [WBCHSE]


WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Group Join

Post a Comment

পোস্ট পড়ে বা কোন Test দিতে গিয়ে যদি কোন সমস্যা হয় বা জিজ্ঞাসা থাকেে, নিচে কমেন্ট করে জানাতে পারো

× close ad