পরীক্ষার প্রস্তুতি, নোটস সাজেশন পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করো Join

H.S History Question Paper 2020 - উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2020 -WBCHSE Questions Paper With Answe || H.S West Bengal Board (WBCHSE) Last 10 Year Question Paper

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

 H.S History Question Paper 2020 - উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2020 -WBCHSE Questions Paper With Answe || H.S West Bengal Board (WBCHSE) Last 10 Year Question Paper ||  West Bengal HS Previous Year Question Paper || ৫ বছরের প্রশ্ন উচ্চমাধ্যমিক ইতিহাস ||



হ্যালো বন্ধুরা আপনি  যদি  H.S History Question Paper 2020 / উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2020  (বিগত বছরের প্রশ্ন।) যদি খুঁজছেন তাহলে আপনি সঠিক পৃষ্ঠায় আছেন বন্ধুরা, আপনারা জানেন যে ভালো প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্নপত্রের পুনর্বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ, যদি আগের বছরের সঠিক প্রশ্নপত্রগুলো সময় মতো রিভিশন করা হয়, তাহলে বোঝা যাবে কোন প্রশ্ন করা হয়েছেবিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছে পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এবং আপনি অবশ্যই একটি ভাল স্কোর পেতে পারেন একজন শিক্ষার্থী সারা বছর ধরে খুব পরিশ্রম করে কিন্তু সে যদি আগের বছরের পেপার রিভাইজ না করে তাহলে সে পরীক্ষা দেওয়ার সময় অসুবিধায় পড়ে নিখুঁত প্রশ্নপত্র নিয়ে এসেছে

আপনি এখান থেকে সঠিক পরীক্ষার প্রশ্নপত্র দেখে আপনার প্রস্তুতি আরও ভাল করতে পারেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি যাতে আপনি কোন ধরনের সমস্যার সম্মুখীন না হন এবং আমরা আপনাকে সঠিক তথ্য দিতে পারি পেতে, আমাদের সেই পোস্টের নাম বলুন কমেন্ট বক্সে, আমরা আপনাকে সেই পোস্টটি সময়মতো দেওয়ার চেষ্টা করব

WB HS Previous Years Question Paper | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র [WBCHSE]

PART – B (Marks – 40)

           

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো : 1 x 24 = 24

 

(i) বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন

(a) শেখ মুজিবুর রহমান

(b) জিয়াউল হক

(c) শহিদুল্লাহ

(d) সুরাবর্দী

উত্তরঃ (a) শেখ মুজিবুর রহমান

 

(ii) ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন ?

(a) বিশ্বনাথ প্রতাপ সিং

(b) মোরারজি দেশাই

(c) চরণ সিং

(d) চন্দ্রশেখর

উত্তরঃ (b) মোরারজি দেশাই

 

(iii) বি.উপনিবেশকরণবা Decolonisation শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন

(a) ওয়াল্টার লিপম্যান

(b) মরিস ডি. মরিস

(c) ক্রিস্টোফার হিল

(d) মরিৎজ জুলিয়াস বন

উঃ (d) মরিৎজ জুলিয়াস বন

 

👇H.S 10 বছরের প্রশ্নপত্র নিতে ক্লিক করুন👇
2015 সালের প্রশ্ন 2016 সালের প্রশ্ন 2017 সালের প্রশ্ন 
2018 সালের প্রশ্ন 2019 সালের প্রশ্ন 2020 সালের প্রশ্ন 
2021 সালের প্রশ্ন 2022 সালের প্রশ্ন 2023 সালের প্রশ্ন 

 

(iv) প্যাট্রিক লুমুম্বা কোন্ দেশের প্রধানমন্ত্রী ছিলেন ?

(a) ঘানা (b) কঙ্গো (c) জামাইকা

(d) মাল্টা

উত্তরঃ (b) কঙ্গো

 

(v) ফালটন বক্তৃতা দেন

(a) জর্জ কেন্নান (b) মার্শাল (c) ফ্যানন

(d) চার্চিল

উত্তরঃ (d) চার্চিল

 

(vi) ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?

(a) সিরিয়া মিশর

(b) আরব ইজরায়েল

(c) আরব সিরিয়া

(d) আরব আমেরিকা

উত্তরঃ (b) আরব ইজরায়েল

 

(vii) কোন খ্রীষ্টাব্দে মার্শাল প্ল্যান ঘোষিত হয়েছিল ?

(a) 1944 (b) 1945 (c) 1947 (d) 1948,

উত্তরঃ (c) 1947/ (d) 1948

 

(viii) দিয়ে বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয়

(a) ভিয়েতনাম (b) ফ্রান্স

(c) ইন্দোনেশিয়া (d) ব্রিটেন

উত্তরঃ (a) ভিয়েতনাম

 

(ix) কত সালের 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে ?

(a) 1941 (b) 1942 (c) 1943 (d) 1944.

উত্তরঃ (a) 1941

(xi) দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় যে মন্বন্তর হয়েছিল তা হয়

(a) 1940 সালে (b) 1942 সালে

(c) 1943 সালে (d) 1944 সালে

উত্তরঃ (c) 1943 সালে

 

(xii) কোন্ মহিলা স্বাধীনতা সংগ্রামীগান্ধীবুড়িনামে পরিচিত ?

(a) সরোজিনী নাইডু (b) মাতঙ্গিনী হাজরা

(c) অ্যানি বেসান্ত (d) কল্পনা দত্ত

উত্তরঃ (b) মাতঙ্গিনী হাজরা

 

(xiii) “দ্য ইন্ডিয়ান মুসলমানসগ্রন্থটির রচয়িতা

(a) সৈয়দ আহমেদ খান

(b) থিওডোর বেক

(c) উইলিয়াম হান্টার

(d) মৌলানা আবুল কালাম আজাদ

উত্তরঃ (c) উইলিয়াম হান্টার

 

( xiv) পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন্ খ্রীষ্টাব্দে?

(a) 1930 (b) 1931 (c) 1932 (d) 1933.

উত্তরঃ (c) 1932

 

(xv) তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন

(a) রামমোহন রায় (b) বিদ্যাসাগর

(c) অক্ষয়কুমার দত্ত 

(d) ভূদেব মুখোপাধ্যায়

উত্তরঃ (c) অক্ষয়কুমার দত্ত

 

(xvi) চিনে 4 ঠা মে আন্দোলনের নিরিখেজিউ গুয়োস্লোগানের অর্থ ছিল

(a) বিদেশীরা দূর হটো

(b) দেশকে রক্ষা করো

(c) আমরা বৌদ্ধিক সংস্কার চাই

(d) চিন কেবল চিনাদের জন্য

উত্তরঃ (a) বিদেশীরা দূর হটো

 

(xvii) তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয়

(a) 1857 খ্রীষ্টাব্দে (b) 1858 খ্রীষ্টাব্দে

(c) 1859 খ্রীষ্টাব্দে (d) 1860 খ্রীষ্টাব্দে

উত্তরঃ (b) 1858 খ্রীষ্টাব্দে

 

(xviii) আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল

(a) 1815 খ্রীষ্টাব্দে (b) 1816 খ্রীষ্টাব্দে

(c) 1817 খ্রীষ্টাব্দে (d) 1818 খ্রীষ্টাব্দে

উত্তরঃ (a) 1815 খ্রীষ্টাব্দে

 

(xix) রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল

(a) পাঞ্জাবে (b) দক্ষিণ ভারতে

(c) বিহারে (d) বাংলা

উত্তরঃ (b) দক্ষিণ ভারতে

 

(xxi) ‘নতুন বিশ্বকথাটি প্রথম ব্যবহার করেন

(a) কলম্বাস (b) আমেরিগো ভেসপুচি

(c) ক্যাপ্টেন বুক (d) গেলাম

উত্তরঃ (b) আমেরিগো ভেসপুচি

 

(xxii) কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা’- এই ধারণাটি প্রচার করেন

(a) রুডইয়ার্ড কিপলিং (b) চার্লস ডারউইন

(c) মেকলে (d) জুলি ফেরি

উত্তরঃ (a) রুডইয়ার্ড কিপলিং

 

( xxiii) পূল্ভের মিউজিয়াম অবস্থিত

(a) ফ্রান্সে (b) জার্মানিতে (c) ইংল্যান্ডে

(d) হল্যান্ড

উত্তরঃ (a) ফ্রান্সে

 

( xxiv) রাজতরঙ্গিনীর রচয়িতা ছিলেন

(a) বিলহন (b) কলহন (c) বাণভট্ট

(d) কালিদাস

উত্তরঃ (b) কলহন

 

👇H.S 10 বছরের প্রশ্নপত্র নিতে ক্লিক করুন👇
2015 সালের প্রশ্ন 2016 সালের প্রশ্ন 2017 সালের প্রশ্ন 
2018 সালের প্রশ্ন 2019 সালের প্রশ্ন 2020 সালের প্রশ্ন 
2021 সালের প্রশ্ন 2022 সালের প্রশ্ন 2023 সালের প্রশ্ন 

 

2.নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1 x 16 = 16

 

i ) স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন

উত্তরঃ লর্ড ডালহৌসি

 

ii) চীনে মুক্তদ্বার নীতি কে প্রবর্তন করেনউত্তরঃ আমেরিকার রাষ্ট্র সচিব স্যার জন হে

অথবা

কাও টাও প্রথা কী

উত্তরঃ বিদেশিদের চীনা সম্রাটকে নতজানু হয়ে সম্মান জানানোর প্রথা

 

iii) আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে

উত্তরঃ স্বামী দয়ানন্দ সরস্বতী

অথবা

বক্সার প্রটোকল কাদের মধ্যে সম্পাদিত হয় ?

উত্তরঃ চীন আটটি বিদেশি শক্তি

 

iv) বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 

v) সিমলা দৌত্য কী ?

উত্তরঃ মুসলিম লীগের নেতৃত্বে 906 খ্রিস্টাব্দে

 

vi) লিনলিথগো প্রস্তাব কবে ঘোষিত হয়

উত্তরঃ 1940 খ্রিস্টাব্দে

 

vii) বুলগানিন কে ছিলেন

উত্তরঃ সোভিয়েত ইউনিয়নের নেতা

অথবা

ইয়াসির আরাফাত কে ছিলেন ?

উত্তরঃ প্যালেস্টাইনের নেতা

 

viii) হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন

উত্তরঃ পরমাণু বিজ্ঞানী 

অথবা

স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?

উত্তরঃ আহমেদ বেন বেল্লা বেল্লাহ

 

ix) কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন

উত্তরঃ কমোডর পেরি

 

x) লগ্নি পুঁজি কী

উত্তরঃ একটি প্রতিষ্ঠানের মধ্যে অর্থের অধ্যায়ন

অথবা

ওয়েলথ অফ নেশন গ্রন্থটির রচয়িতা কেউত্তরঃ অ্যাডাম স্মিথ

 

xi) কোন দুটি স্থানের মধ্যে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়

উত্তরঃ বোম্বে থেকে থানে

 

xii) ‘সত্যশোধক সভাপ্রতিষ্ঠাতা কে

উত্তরঃ জ্যোতিবা ফুলে

অথবা

উডের ডেসপ্যাচ কী

উত্তরঃ শিক্ষা সংক্রান্ত নীতি

 

xiii) লখনৌ চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়

উত্তরঃ জাতীয় কংগ্রেস মুসলিম লীগের মধ্যে

 

xiv) কোন জাহাজে নৌ বিদ্রোহ শুরু হয়

উত্তরঃ তলোয়ার নামক জাহাজে

অথবা

এশিয়া বাসীদের জন্য এশিয়া’ – এই শ্লোগানের উদ্দেশ্য কী ছিল

উত্তরঃ এশিয়াকে ইউরোপীয় শক্তি মুক্ত করা

 

xv) বেষ্টনী নীতি কী

উত্তরঃ কমিউনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার প্রতিরোধ

 

xvi) স্বাধীন বাংলাদেশে কবে উদ্বোধন হয় ?

উত্তরঃ 1971 খ্রিস্টাব্দে

👇H.S 10 বছরের প্রশ্নপত্র নিতে ক্লিক করুন👇
2015 সালের প্রশ্ন 2016 সালের প্রশ্ন 2017 সালের প্রশ্ন 
2018 সালের প্রশ্ন 2019 সালের প্রশ্ন 2020 সালের প্রশ্ন 
2021 সালের প্রশ্ন 2022 সালের প্রশ্ন 2023 সালের প্রশ্ন 

PART- A ( Marks : 40 )

1. যে-কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি খণ্ড থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক ) : 8 × 5 = 40

 

খণ্ড

(i) পেশাগত ইতিহাস বলতে কী বোঝায় ? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী ?

 

(ii) সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন-লেনিন তত্ত্ব আলোচনা করো

 

(iii) ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল ? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো

 

(iv) ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও

অথবা

নানকিং সন্ধির (১৮৪২ খ্রীষ্টাব্দ) শর্তগুলি কী ছিল ?

 

খণ্ড

(v) 1919 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ত্রুটিগুলি আলোচনা করো

 

(vi) 1942 খ্রীষ্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো

 

(vii) জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো

অথবা

কোরিয় যুদ্ধের (1950 খ্রীষ্টাব্দ) ফলাফল তাৎপর্য কী ছিল ?

 

(viii) সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। এর উদ্দেশ্য কী ছিল ?

👇H.S 10 বছরের প্রশ্নপত্র নিতে ক্লিক করুন👇
2015 সালের প্রশ্ন 2016 সালের প্রশ্ন 2017 সালের প্রশ্ন 
2018 সালের প্রশ্ন 2019 সালের প্রশ্ন 2020 সালের প্রশ্ন 
2021 সালের প্রশ্ন 2022 সালের প্রশ্ন 2023 সালের প্রশ্ন 

 

 

HS HISTORY QUESTION 2022, WEST BENGAL HS PREVIOUS YEAR QUESTION PAPER, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2020, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2020, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2020, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2020, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2020, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2022, উচ্চ উচ্চ মাধ্যমিক  ইতিহাস পরীক্ষার প্রশ্ন, উচ্চ উচ্চ মাধ্যমিক  ইতিহাস সাজেশন, বিগত বছরের প্রশ্ন উচ্চউচ্চ মাধ্যমিক  ইতিহাস প্রশ্ন

👇H.S 10 বছরের প্রশ্নপত্র নিতে ক্লিক করুন👇
2015 সালের প্রশ্ন 2016 সালের প্রশ্ন 2017 সালের প্রশ্ন 
2018 সালের প্রশ্ন 2019 সালের প্রশ্ন 2020 সালের প্রশ্ন 
2021 সালের প্রশ্ন 2022 সালের প্রশ্ন 2023 সালের প্রশ্ন 

উচ্চ উচ্চ মাধ্যমিক  প্রশ্নপত্র (West Bengal Board Higher Secondary Question Papers) সংক্রান্ত জিজ্ঞাসিত কিছু প্রশ্ন (FAQs)

Q.1. উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কী কী ভাষায় পাবো?

Ans. পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ইতিহাস, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, তেলুগু সহ বিভিন্ন ভাষায় উপলব্ধ

Q.2. Higher Secondary 2024 একটি বিষয়ের প্রশ্নপত্রে কটি বিভাগ থাকবে?

Ans. উচ্চ মাধ্যমিকে (XII)- থিয়োরি বিভাগে দুটি অংশ থাকে, Part-A এবং Part-B। Part-A তে Traditional ধরনের প্রশ্ন থাকে, কিন্তু Part-B প্রশ্নপত্রটি Question cum Answer Type Booklet হয় যেখানে মূলত প্রতিটি  1 নম্বরের MCQ (Multiple Choice Question) এবং SAQ (Short Answer Type Question) প্রশ্ন থাকে

Q.3. আমি কি  Part-A এর আগে Part-B এর উত্তর করতে পারি?

Ans. উচ্চ মাধ্যমিকের Part-B প্রশ্নপত্রটি, Part-A এর পরে দেওয়া হয় কারণ এটি একটি নির্দিষ্ট সিরিজ অনুযায়ী সাজানো থাকে, তাই তোমাকে Part-A আগে উত্তর করে নিতে হবে

Q.4.  HS 2024 এর মডেল প্রশ্ন পাওয়া যায় কি?

Ans. হ্যাঁ, তুমি উচ্চ উচ্চ মাধ্যমিক  শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট  www.tarakexamcenter.in থেকে এটি ডাউনলোড করতে পারো

Q.5.  HS 2024 এর আগের বছরের প্রশ্ন কোথায় পেতে পারি?

Ans.  বিগত বছরগুলিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে তুমি সরাসরি উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সংগ্রহ করতে পারোএছাড়া পর্ষদের অফিসের সেলস কাউন্টার থেকেও তুমি বিগত বছরগুলির প্রশ্ন সংগ্রহ করতে পারো

Q.6.  উচ্চ উচ্চ মাধ্যমিক  MCQ তে নেগেটিভ মার্কিং থাকে কি?

Ans. না, পশ্চিমবঙ্গ বোর্ডের উচ্চ মাধ্যমিকের MCQ-তে কোনো নেগেটিভ মার্কিং থাকে না

Q.7.  উচ্চ উচ্চ মাধ্যমিক  নতুন পুরোনো সিলেবাসের জন্য কি আলাদা প্রশ্ন হয়?

Ans. প্রতিবছর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা একইসাথে নেওয়া হয় পুরোনো নতুন সিলেবাসের (Old and New Syllabus) ওপরপুরোনো সিলাবাসের প্রশ্নপত্র সম্পর্কে শিক্ষার্থীরা ইতিমধ্যেই অবগত রয়েছে এবং সেই একই ধরনের প্রশ্নপত্র 2024 উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষাতেও ব্যবহার করা হবেনতুন সিলেবাসের জন্য 2020 এর পদ্ধতি অনুসারে পরীক্ষা গ্রহন করা হবে

উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2022, Wbchse , Hs History Suggestion, উচ্চ উচ্চ মাধ্যমিক  ইতিহাস সাজেশন | Higher Secondary History Suggestion এর লিঙ্ক নিচে দেওয়া আছে এবার উচ্চ উচ্চ মাধ্যমিক  ইতিহাস (Higher Secondary History/ Wbchse Hs History) পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্নত্তরের জন্য West Bengal Hs Previous Year Question Paper || বিগত বছরের প্রশ্ন উচ্চউচ্চ মাধ্যমিক  ইতিহাস প্রশ্নগুলো দেখে নেওয়া দরকার উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2020 , উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2020, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2020, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2020, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন 2020 , উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০১৭ , উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০১৮, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০১৬, উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০২০ , উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ২০১৯ || উচ্চ উচ্চ মাধ্যমিক  পরীক্ষার প্রশ্ন ||West Bengal Hs Previous Year Question Paper Pdf Download

WB HS Previous Years Question Paper 2020 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2020 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2020 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2020 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2020 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2020 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2020 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2020 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2020 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2020 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2020 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2020 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2021 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2021 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2022 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2022 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2023 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2024 [WBCHSE]

WB HS Previous Years Question Paper 2024 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2024 [WBCHSE]

 


WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Group Join

Post a Comment

পোস্ট পড়ে বা কোন Test দিতে গিয়ে যদি কোন সমস্যা হয় বা জিজ্ঞাসা থাকেে, নিচে কমেন্ট করে জানাতে পারো

× close ad