অষ্টম শ্রেণীর বিজ্ঞান – কার্বন ও কার্বনঘটিত যৌগ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Science | West Bengal Class 8th Science Question and Answer
কার্বন ও কার্বনঘটিত যৌগ (চতুর্থ অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – West Bengal Class 8th Science Question and Answer
প্রিয় ছাত্র ছাত্রী,
তোমাকে সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । কার্বন ও কার্বনঘটিত যৌগ (চতুর্থ অধ্যায়) West Bengal Class 8 Science প্রশ্ন উত্তর। কার্বন ও কার্বনঘটিত যৌগ (চতুর্থ অধ্যায়) অষ্টম শ্রেণি প্রশ্ন উত্তর । অষ্টম শ্রেণি প্রশ্ন উত্তর। কার্বন ও কার্বনঘটিত যৌগ প্রশ্ন উত্তর| WBBSE Class 8 Science , অষ্টম শ্রেণি প্রশ্ন উত্তর। কার্বন ও কার্বনঘটিত যৌগ প্রশ্ন উত্তর ,অষ্টম শ্রেণি প্রশ্ন উত্তর pdf,অষ্টম শ্রেণি প্রশ্ন উত্তর pdf , যা অষ্টম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত অষ্টম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে
অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
কার্বন ও কার্বনঘটিত যৌগ (চতুর্থ অধ্যায়) | West Bengal Class 8 Science অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : কার্বন ও কার্বনঘটিত যৌগ (চতুর্থ অধ্যায়) West Bengal Class 8 Science : অষ্টম শ্রেণীর বিজ্ঞান – কার্বন ও কার্বনঘটিত যৌগ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Science নিচে দেওয়া হলো। এই অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – WBBSE Class 8 Science Question and Answer, Suggestion, Notes – কার্বন ও কার্বনঘটিত যৌগ (চতুর্থ অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Science Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
সঠিক উত্তরটি নির্বাচন করো: মান – 1 | অষ্টম শ্রেণীর বিজ্ঞান – কার্বন ও কার্বনঘটিত যৌগ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8
Science
01.কোনটি জ্বালানিবিহীন যানবাহনের উদাহরণ নয়?
(A) সাইকেল
(B) দাঁড় টানা নৌকা
(C) মোটরগাড়ি
(D) কোনোটিই সঠিক নয়
উত্তর :- - C
02.অগ্নি নির্বাপক হিসেবে যে গ্যাসটি ব্যবহৃত হয়, তা হল
(A) SO2
(B) CO2
(C) Cl2
(D) O2
উত্তর :- - B
03.পলিমার হল—
(A) মৌলিক পদার্থ
(B) যৌগিক পদার্থ
(C) মিশ্র পদার্থ
(D) কোনোটিই নয়
উত্তর :- - B
04.মারবেল পাথরের সংকেত হল—
(A) Na2CO3
(B) Ca(OH)2
(C) CaO
(D) CaCO3
উত্তর :- - D
05.পরীক্ষাগারে CO2
উৎপাদনের বিক্রিয়াটি যে পাত্রে ঘটানো হয় তাকে বলা হয়
(A) কনিক্যাল ফ্লাস্ক
(B) গোলতল ফ্লাস্ক
(C) বিকার
(D) উলফ বোতল
উত্তর :- - D
06.কার্বন পরমাণুর যোজ্যতা হল
(A) 2
(B) 3
(C) 4
(D) 6
উত্তর :- - C
07.কাঁচ কাটার জন্য ব্যবহৃত হয়
(A) হীরক
(B) গ্রাফাইট
(C) চারকোল
(D) অঙ্গার
উত্তর :- - A
08.লেড পেনসিলের শিষ আসলে—
(A) সিসা
(B) গ্রাফাইট
(C) কোক
(D) হীরক
উত্তর :- - B
09.1g গ্রাফাইট ও 1g হীরকের মধ্যে
(A) 1g গ্রাফাইটে কার্বন পরমাণুর সংখ্যা বেশি
(B) 1g হীরকে কার্বন পরমাণুর সংখ্যা বেশি
(C) উভয়ের পরমাণু সংখ্যা সমান
(D) ওপরের কোনোটিই নয়
উত্তর :- - C
10.ক্যালশিয়াম সালফেটের জলে দ্রাব্যতা সম্পর্কিত নীচের কোন মন্তব্যটি সঠিক?
(A) খুব দ্রাব্য
(B) সম্পূর্ণরূপে অদ্রাব্য
(C) খুব একটা দ্রাব্য নয়
(D) কোনো মন্তব্যই সঠিক নয়
উত্তর :- - C
11.পরীক্ষাগারে CO2
উৎপাদনের বিক্রিয়াটি যে পাত্রে ঘটানো হয় তাকে বলা হয়
(A) কনিক্যাল ফ্লাস্ক
(B) গোলতল ফ্লাস্ক
(C) বিকার
(D) উলফ বোতল
উত্তর :- - D
12.টেফলন ব্যবহৃত হয়
(A) জলের পাইপ তৈরিতে
(B) নন-স্টিক বাসনপত্র তৈরিতে
(C) গামবুট তৈরিতে
(D) বর্ষাতি তৈরিতে
উত্তর :- - B
13.অবায়বীয় জীর্ণকরণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়
(A) CFC
(B) মিথেন
(C) সালফার ডাইঅক্সাইড
(D) কার্বন ডাইঅক্সাইড
উত্তর :- - B
14.নীচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়—
(A) CO2
(B) CH4
(C) N2O
(D) O2
উত্তর :- - D
15.কোন্ অপ্রচলিত শক্তি উৎসটি ভবিষ্যতে বহুল ব্যবহৃত, দূষণহীন, অবিরাম ও অফুরান শক্তি উৎস হিসেবে পাওয়া সম্ভব?
(A) ভূতাপ শক্তি
(B) সৌরশক্তি
(C) বায়ুশক্তি
(D) পারমাণবিক শক্তি
উত্তর :- - B
16.কোন্টি কার্বনঘটিত দ্রাবক নয়?
(A) টলুইন
(B) বেঞ্জিন
(C) জল
(D) অ্যালকোহল
উত্তর :- - C
16.গ্রাফাইটে কার্বন পরমাণুর বিন্যাস
(A) চতুস্তলকীয়
(B) পঞ্চভুজাকৃতি
(C) ষড়ভুজাকৃতি
(D) ত্রিভুজাকৃতি
উত্তর :- - C
17.সূর্যের আলোর যে অংশ তাপের অনুভূতি সৃষ্টি করে তা হল
(A) অতিবেগুনি রশ্মি
(B) ইনফ্রারেড রশ্মি
(C) দৃশ্যমান আলো
(D) এক্স রশ্মি
উত্তর :- - B
18.1g গ্রাফাইট ও 1g হীরকের মধ্যে
(A) 1g গ্রাফাইটে কার্বন পরমাণুর সংখ্যা বেশি
(B) 1g হীরকে কার্বন পরমাণুর সংখ্যা বেশি
(C) উভয়ের পরমাণু সংখ্যা সমান
(D) ওপরের কোনোটিই নয়
উত্তর :- - C
19.ন্যানোটিউব প্রস্তুতিতে ব্যবহৃত হয়—
(A) ফুলারিন
(B) গ্যাসকার্বন
(C) গ্রাফাইট
(D) হীরক
উত্তর :- - A
20.কার্বনের একটি নিয়তাকার রুপভেদ হল
(A) চারকোল
(B) কোক
(C) ফুলারিন
(D) গ্যাসকার্বন
উত্তর :- - C
21.সোডা ওয়াটারের বোতল খুললে যে গ্যাসটি নির্গত হয় সেটি হল
(A) CO2
(B) NO2
(C) CO
(D) O2
উত্তর :- - A
22.কয়লা, পেট্রোল, ডিজেল ও হাইড্রোজেন-এর মধ্যে জ্বালানি মূল্য সবচেয়ে বেশি যেটির সেটি হল
(A) কয়লা
(B) পেট্রোল
(C) ডিজেল
(D) হাইড্রোজেন
উত্তর :- - D
23.অবায়বীয় জীর্ণকরণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়—
(A) CFC
(B) মিথেন
(C) সালফার ডাইঅক্সাইড
(D) কার্বন ডাইঅক্সাইড
উত্তর :- - B
24.CO2 হল একটি
(A) আম্লিক অক্সাইড
(B) ক্ষারকীয় অক্সাইড
(C) প্রশম অক্সাইড
(D) উভধর্মী অক্সাইড
উত্তর :- - A
25.বৃষ্টির সময় CO2 জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন করে
(A) সালফিউরিক অ্যাসিড
(B) নাইট্রিক অ্যাসিড
(C) কার্বনিক অ্যাসিড
(D) হাইড্রোক্লোরিক অ্যাসিড
উত্তর :- - C
26.নীচের কোনটি পলিথিন সম্পর্কে সত্য নয়?
(A) নমনীয়
(B) তড়িতের কুপরিবাহী
(C) জৈব বিশ্লেষ্য
(D) রাসায়নিকভাবে নিষ্ক্রিয়
উত্তর :- - C
27.আর্ক ল্যাম্পে ব্যবহৃত হয়
(A) কোক
(B) গ্রাফাইট
(C) গ্যাসকার্বন
(D) হীরক
উত্তর :- - C
28.CO2 -এর সাথে যে পদার্থের বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয় তা হল
(A) NH3
(B) N2
(C) H2S
(D) SO2
উত্তর :- - A
29.বোর্ট হল একরকম—
(A) কয়লা
(B) অঙ্গার
(C) হীরক
(D) গ্রাফাইট
উত্তর :- - C
30.আর্ক ল্যাম্পে ব্যবহৃত হয়
(A) কোক
(B) গ্রাফাইট
(C) গ্যাসকার্বন
(D) হীরক
উত্তর :- - C
31.নীচের কোনটি পলিথিন সম্পর্কে সত্য নয়?
(A) নমনীয়
(B) তড়িতের কুপরিবাহী
(C) জৈব বিশ্লেষ্য
(D) রাসায়নিকভাবে নিষ্ক্রিয়
উত্তর :- - C
32.নীচের কোন্ খনিজ পদার্থটি কার্বনেট যৌগ নয়?
(A) মারবেল
(B) চুনাপাথর
(C) ডলোমাইট
(D) বক্সাইট
উত্তর :- - D
33.নীচের যেটি নিয়তাকার কার্বন, সেটি হল—
(A) হিরে
(B) কোক
(C) গ্যাসকার্বন
(D) অঙ্গার
উত্তর :- - A
34.1g গ্রাফাইট ও 1g হীরকের মধ্যে
(A) 1g গ্রাফাইটে কার্বন পরমাণুর সংখ্যা বেশি
(B) 1g হীরকে কার্বন পরমাণুর সংখ্যা বেশি
(C) উভয়ের পরমাণু সংখ্যা সমান
(D) ওপরের কোনোটিই নয়
উত্তর :- - C
35.সূর্যের আলোর যে অংশ তাপের অনুভূতি সৃষ্টি করে তা হল
(A) অতিবেগুনি রশ্মি
(B) ইনফ্রারেড রশ্মি
(C) দৃশ্যমান আলো
(D) এক্স রশ্মি
উত্তর :- - B
36.কার্বনজাত দ্রব্যের অসম্পূর্ণ দহন হলে যে মারাত্মক বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়, তার নাম
(A) কার্বন ডাইঅক্সাইড
(B) কার্বন মনোক্সাইড
(C) অ্যামোনিয়া
(D) ওজোন
উত্তর :- - B
37.নীচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়—
(A) CO2
(B) CH4
(C) N2O
(D) O2
উত্তর :- - D
38.কোনটি জ্বালানিবিহীন যানবাহনের উদাহরণ নয়?
(A) সাইকেল
(B) দাঁড় টানা নৌকা
(C) মোটরগাড়ি
(D) কোনোটিই সঠিক নয়
উত্তর :- - C
অতি সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 1 | অষ্টম শ্রেণীর বিজ্ঞান – কার্বন ও কার্বনঘটিত যৌগ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Science
01.শক্তির তিনটি বিকল্প উৎসের নাম লেখো। (এক কথায় উত্তর দাও)
উত্তর :- - শক্তির তিনটি বিকল্প উৎস হল— (i) সৌরশক্তি, (ii) বায়ুশক্তি ও (iii) জোয়ারভাটার শক্তি।
02. C60 ফুলারিনকে কী নামে ডাকা হয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর :- - C60 ফুলারিনকে বাকমিনস্টার ফুলারিন বা বাকিবল নামে ডাকা হয়।
03.গাড়ির রঙের ওপর প্রলেপ দিতে ______ব্যবহৃত হয়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর :- - টেফলন
04.কার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় CO2 গ্যাস প্রস্তুতির শর্ত কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর :- - কার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় CO2 গ্যাস প্রস্তুতির শর্ত হল বিক্রিয়ায় যেন অদ্রাব্য কোনো পদার্থ উৎপন্ন না হয় যা কার্বনেট লবণের ওপর আস্তরণ সৃষ্টি করতে পারে।
05.কার্বনের একটি অনিয়তাকার রূপভেদ হল হীরক। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর :- - মিথ্যা
06.কার্বন ছাড়া অন্য কয়েকটি মৌলের নাম লেখো যাদের মধ্যে বহুরুপতা দেখা যায়। (এক কথায় উত্তর দাও)
উত্তর :- - কার্বন ছাড়া ফসফরাস, বোরন, সালফার ইত্যাদি মৌলের বহুরূপতা দেখা যায়।
07.পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটনগুলি যে শক্তি দিয়ে আবদ্ধ থাকে তাকে নিউক্লীয় বন্ধনশক্তি বলে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর :- - সত্য
08.ক্যালামাইন আকরিকে যে ধাতুটি পাওয়া যায় তা হল ______। (শূন্যস্থান পূরন করো)
উত্তর :- - জিংক
09.একটি গ্যাসীয় জ্বালানির উদাহরণ হল______ (শূন্যস্থান পূরন করো)
উত্তর :- - LPG
10.প্রধানত কচুরিপানা ব্যবহার করে আমাদের দেশে বায়োফুয়েল তৈরি করা হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর :- - মিথ্যা
11.প্রোটিন জৈব অবিশ্লেষ্য পলিমার। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর :- - মিথ্যা
12.কার্বন ডাইঅক্সাইডের দুটি গুরুত্বপূর্ণ শিল্প ব্যবহার উল্লেখ করো। (এক কথায় উত্তর দাও)
উত্তর :- - সর্বাধিক ব্যবহৃত নাইট্রোজেনঘটিত সার ইউরিয়ার শিল্প প্রস্তুতিতে ও কাচের শিল্পোৎপাদনে প্রয়োজনীয় উপাদান সোডা (Na2CO3) প্রস্তুতিতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়।
13.টেরিকট কাপড় তৈরিতে ব্যবহৃত পলিমারটি হল ______। (শূন্যস্থান পূরন করো)
উত্তর :- - টেরিলিন
14.বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে যে গ্যাস-মুখোশ তৈরি করা হয় তার মধ্যে কার্বনের কোন্ রুপভেদটিকে ব্যবহার করা হয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর :- - বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে যে গ্যাস-মুখোশ তৈরি করা হয় তার মধ্যে কার্বনের অনিয়তাকার রুপভেদ সক্রিয় চারকোল ব্যবহৃত হয়।
15.ক্যালশিয়াম নাইট্রেট [Ca(NO3)2] জলে______। (শূন্যস্থান পূরন করো)
উত্তর :- - দ্রাব্য
16.টেরিকট কাপড় তৈরিতে ব্যবহৃত পলিমারটি হল ______। (শূন্যস্থান পূরন করো)
উত্তর :- - টেরিলিন
17.একটি প্রকৃতিজাত বায়োডিগ্রেডেবল পলিমার ও একটি কৃত্রিম, নন্ বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। (এক কথায় উত্তর দাও)
উত্তর :- - একটি প্রকৃতিজাত বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ হল প্রোটিন একটি কৃত্রিম, নন-বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ হল পলিথিন।
18.প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত কার্বনের উদাহরণ হল হিরে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর :- - সত্য
19.ব্যাটারির তড়িদ্বার তৈরিতে কার্বনের কোন্ অনিয়তাকার রূপভেদ ব্যবহৃত হয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর :- - ব্যাটারির তড়িদ্বার তৈরিতে কার্বনের অনিয়তাকার রূপভেদ গ্যসিকার্বন ব্যবহৃত হয়।
20.পেট্রোলিয়ামে উপস্থিত যৌগগুলির উপাদান কার্বন ও হাইড্রোজেন। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর :- - সত্য
21.ধানখেত ও জলাভূমিতে কোন্ ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে? (এক কথায় উত্তর দাও)
উত্তর :- - ধানখেত ও জলাভূমিতে মেথনোজেনিক ব্যাকটেরিয়া মিথেন (CH4) তৈরি করে।
22.কার্বন ডাইঅক্সাইডের কঠিন রূপকে______ বলে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর :- - শুষ্ক বরফ
23.একটি প্রকৃতিজাত বায়োডিগ্রেডেবল পলিমার ও একটি কৃত্রিম, নন্ বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। (এক কথায় উত্তর দাও)
উত্তর :- - একটি প্রকৃতিজাত বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ হল প্রোটিন একটি কৃত্রিম, নন-বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ হল পলিথিন।
24.কার্বন ডাইঅক্সাইড কস্টিক সোডা দ্বারা শোষিত হয় না। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর :- - মিথ্যা
25. ফুলারিনকে কী নামে ডাকা হয়? (এক কথায় উত্তর দাও)
ফুলারিনকে বাকমিনস্টার ফুলারিন বা বাকিবল নামে ডাকা হয়।
26.কৃষিক্ষেত্রে সার হিসেবে বহুল ব্যবহৃত হয় এরূপ একটি নাইট্রোজেনঘটিত যৌগের নাম লেখো। (এক কথায় উত্তর দাও)
উত্তর :- - কৃষিক্ষেত্রে সার হিসেবে বহুল ব্যবহৃত হয় এরূপ একটি নাইট্রোজেনঘটিত যৌগ হল ইউরিয়া।
27.কার্বন ডাইঅক্সাইড সমুদ্রের জলে ______-এর উপস্থিতিতে ক্যালশিয়াম কার্বনেট গঠন করে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর :- - ক্যালশিয়াম
28.বিশুদ্ধ হীরক বর্ণহীন। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর :- - সত্য
29.অবলোহিত রশ্মি (infrared ray)-কে শোষণ করতে পারে এমন গ্যাসের উদাহরণ দাও। (এক কথায় উত্তর দাও)
উত্তর :- - অবলোহিত রশ্মিকে শোষণ করতে পারে যে গ্যাসগুলি তারা হল কার্বন ডাইঅক্সাইড (CO2), নাইট্রাস অক্সাইড (N2O), মিথেন (CH4), জলীয় বাষ্প (H2O), ওজোন (O3) ও ক্লোরোফ্লুরোকার্বন (CFC)।
01.খনিজ তেল থেকে পাওয়া যায় এমন দুটি প্রয়োজনীয় দ্রব্যের নাম উল্লেখ করো।
উত্তর :- খনিজ তেল থেকে পাওয়া যায় এমন দুটি পদার্থ হল পেট্রোল এবং কেরোসিন।
02.LPG-এর প্রধান উপাদান কী?
উত্তর :- LPG-এর প্রধান উপাদান হল বিউটেন।
03.LPG কী কাজে ব্যবহার করা হয়?
উত্তর :- LPG রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
04.প্রাকৃতিক গ্যাসের উপাদান কী?
উত্তর :- প্রাকৃতিক গ্যাসের উপাদান হল মিথেন (প্রধান), ইথেন ও প্রোপেন।
05.CNG-এর প্রধান উপাদান কী?
উত্তর :- CNG-এর প্রধান উপাদান হল মিথেন।
06.CO2 -এর জলীয় দ্রবণ______ (শূন্যস্থান পূরন করো)
উত্তর :- - নীল, লাল।
07.. কয়লা থেকে উৎপন্ন দুটি জ্বালানির নাম লেখো।
উত্তর:- কয়লা থেকে উৎপাদিত দুটি জ্বালানি হল কোক এবং কোল গ্যাস।
08.কোল গ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো।
উত্তর :- কোল গ্যাস রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
09. কার্বন ধাতু না অধাতু?
উত্তর :- অধাতু।
10. মানবদেহে মোট ভরের কত ভাগ কার্বন আছে?
উত্তর :- প্রায় 50 ভাগ।
11. প্রোটিনের মধ্যে কার্বনের সঙ্গে কোন্ কোন্ মৌল যুক্ত থাকে?
উত্তর :- হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন।
13. মিথেন গ্যাসে কোন্ কোন্ মৌল যুক্ত থাকে?
উত্তর :- কার্বন এবং হাইড্রোজেন।
14. মিথেনের আণবিক সংকেত কী?
উত্তর :- CH41
15.. কার্বন আত্তীকরণ কাকে বলে?
উত্তর :- সালোকসংশ্লেষের মাধ্যমে বাতাসের কার্বন ডাইঅক্সাইড যৌগ আবদ্ধ হওয়াও কোশে নানা স্থায়ী যৌগ পরিণত হওয়ার ঘটনাকে কার্বন আত্তীকরণ বলে।
16.. কোন্ কয়লাতে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর :- অ্যানথ্রাসাইট কয়লাতে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি।
17.. কার্বন পরমাণুবিহীন একটি জ্বালানির নাম লেখো।
উত্তর :- হাইড্রোজেন।
56. অক্সিজেনবিহীন একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
উত্তর :- মিথেন।
18. কার্বনের বিশুদ্ধ অনিয়তাকার রূপটি কী?
উত্তর :- শর্করা কয়লা।
19. অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড কোন্ শর্তে বিক্রিয়া করে ইউরিয়া উৎপন্ন করে?
উত্তর :- 200°C উয়তায় ও 150 বায়ুমণ্ডলীয় চাপে।
20. সোডা ওয়াটার কী?
উত্তর :- উচ্চচাপে জলের মধ্যে CO, দ্রবীভূত করলে যে দ্রবণ উৎপন্ন হয় তাকে সোডা ওয়াটার বলে।
21. প্লাম্বাগো কী? উত্তর :- গ্রাফাইট।
22. কার্বনের দুটি রূপভেদের নাম লেখো।
উত্তর :- হিরে ও গ্রাফাইট।
23. হিরের একটি ব্যবহার লেখো।
উত্তর :- কাচ কাটতে হিরে ব্যবহার করা হয়।
24. শুষ্ক বরফ কী কাজে ব্যবহৃত হয়?
উত্তর :- শুষ্ক বরফ হিমায়করূপে ও মাছ, মাংস সংরক্ষণে ব্যবহৃত হয়
25.. নরম পানীয় তৈরি করতে কোন্ গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর :- কার্বন ডাইঅক্সাইড।
26.. নাইলনের ব্যবহার উল্লেখ করো।
উত্তর :- মাছ ধরার জাল ও মশারি তৈরি করতে নাইলন ব্যবহার করা হয়।
27.. বায়োডিগ্রেডেশন কাকে বলে?
উত্তর :- ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন প্রকার জৈব পলিমার ও জৈব আবর্জনাকে নষ্ট করে ফেলাকে বায়োডিগ্রেডেশন বলে।
28.. শুল্ক বরফ কী?
উত্তর :- কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলে।
29. বায়োডিগ্রেডেবল পলিমার কাদের বলে?
উত্তর :- জৈব পলিমারদের।
30. দুটি নন-বায়োডিগ্রেডেব্ল পলিমারের নাম লেখো।
উত্তর :- পলিথিন ও পিভিসি।
31. একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো।
উত্তর :- একটি জৈব ভঙ্গুর পলিমার হল স্টার্চ।
32. একটি জৈব অভঙ্গুর পলিমারের নাম লেখো।
উত্তর :- একটি জৈব অভঙ্গুর পলিমার হল পলিথিন।
33. প্লাস্টিক ও পলিথিন কী ধরনের পদার্থ?
উত্তর :- কৃত্রিম পলিমার।
34..বায়োফুয়েল কী ?
উত্তর :- উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে তৈরি জ্বালানিকে বায়োফুয়েল বলে।
35.. কার্বনের কোন্ রূপভেদটির ঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তর :- হিরে।
36. ঘরের উন্নতায় কার্বনের কোন্ রূপভেদটির তাপ পরিবাহিতা যে কোনো ধাতুর চেয়ে বেশি? উত্তর :- হিরে।
37. বায়ো গ্যাস কী ?
উত্তর :- জৈব আবর্জনাকে বাতাসের অনুপস্থিতিতে জীর্ণকরণ করলে যে গ্যাস পাওয়া যায় তাকে বায়োগ্যাস বলে।
38.CNG কী কাজে ব্যবহার করা হয়?
উত্তর :- CNG বিভিন্ন যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
39.বিভিন্ন জ্বালানির অসম্পূর্ণ দহনে কী উৎপন্ন হয় ?
উত্তর :- কার্বন মনোক্সাইড।
40. জ্বালানির দহনে উৎপন্ন তিনটি প্রধান বায়ুদূষকের নাম লেখো।
উত্তর :- জ্বালানির দহনে উৎপন্ন তিনটি প্রধান বায়ুদূষক হল কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড।
41. তরল সোনা কাকে বলে?
উত্তর :- পেট্রোলিয়ামকে তরল সোনা বলে।
42. গ্যাসোলিন সাধারণত কী নামে পরিচিত?
উত্তর :- পেট্রোল।
43. পেট্রোল ও LPG-এর মধ্যে কোন্টির তাপন মূল্য বেশি?
উত্তর :- LPG-এর তাপন মূল্য বেশি।
44. LPG-এর তাপন মূল্য কত?
উত্তর :- 10950kcal/kel
45. বায়ুতে হিরেকে দহন করলে কোন্ গ্যাস উৎপন্ন হয়?
উত্তর :- কার্বন ডাইঅক্সাইড গ্যাস।
46. ক্রিস্টাল কাকে বলে?
উত্তর :- সুষম জ্যামিতিক আকারবিশিষ্ট কঠিন দানাকে ক্রিস্টাল বা কেলাস বলে।
অষ্টম শ্রেণীর পরিবেশ চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর,ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর,পরিবেশ ও বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর অষ্টম শ্রেণী
01.গ্রাফাইট পিচ্ছিল হয় কেন?
উত্তর :- গ্রাফাইটের আণবিক গঠন থেকে জানা যায় যে, গ্রাফাইটের কার্বন পরমাণুগুলি বিভিন্ন সমান্তরাল স্তরে সাজানো থাকে। স্তরগুলির মধ্যে দূরত্ব বেশি এবং আকর্ষণ বল বেশ দুর্বল। এর ফলে উপরের স্তরে বল প্রযুক্ত হলে সে নীচের স্তরের মধ্য দিয়ে সরে যেতে পারে। তাই গ্রাফাইট পিচ্ছিল হয়।
02. জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর :- জ্বালানি ঃ যে সকল দাহ্য বস্তুর দহনের ফলে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানি বলে। যেমন—কেরোসিন, পেট্রোল ডিজেল, LPG ইত্যাদি।
03. জ্বালানির তাপনমূল্য বা ক্যালোরি মূল্য কাকে বলে? এর একক কী?
উত্তর :- একক ভরের কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি পাওয়া যায় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে ৷ এর একক কিলোক্যালোরি/কেজি।
04. জ্বালানির তাপন মূল্য জানা প্রয়োজন কেন?
উত্তর :- বিভিন্ন প্রকার জ্বালানির তাপন মূল্য বিভিন্ন রকম হয়। কোনো কাজে জ্বালানি ব্যবহার করার পূর্বে জ্বালানির তাপন মূল্য জানা প্রয়োজন। কারণ সবরকম জ্বালানি পুড়িয়ে সবরকম কাজ পাওয়া সম্ভব নয়। যেমন—রান্নার কাজে LPG ব্যবহারের উপযোগী হলেও, কৃত্রিম উপগ্রহে রকেট পাঠাতে LPG ব্যবহার করা যাবে না। কারণ রকেটে যে প্রচণ্ড গতি সৃষ্টি করতে হয় তা LPG জ্বালানি থেকে পাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে তরল হাইড্রোজেন জ্বালানিরূপে ব্যবহার করা হয়।
05. অবস্থা অনুযায়ী জ্বালানি কয় প্রকার ও কী কী?
উত্তর :- অবস্থা অনুযায়ী জ্বালানি তিন প্রকার— (i) কঠিন জ্বালানি, (ii) তরল জ্বালানি,
(iii) গ্যাসীয় জ্বালানি।
06. জ্বালানির গুরুত্ব উল্লেখ করো।
উত্তর :- মানবসভ্যতা বিকাশে জ্বালানির গুরুত্ব অপরিসীম। বাড়িতে রান্নার কাজে, তাপবিদ্যুৎ উৎপাদনে, বিভিন্ন যানবাহন, যেমন—মোটরগাড়ি, বাস, ট্রাক ইত্যাদি চালানোর কাজে, ধাতু নিষ্কাশনে, বিভিন্ন কলকারখানাতে জ্বালানি ব্যবহার করা হয়।
07. গ্যাসীয় জ্বালানি ব্যবহারের দুটি সুবিধা লেখো।
উত্তর :- (i) গ্যাসীয় জ্বালানির দহনে ধোঁয়া বা ছাই উৎপন্ন হয়না বলে দহন সৃষ্ট অবশেষ দূরীকরণের খরচ হয় না।
(ii) কঠিন বা তরল জ্বালানির তুলনায় গ্যাসীয় জ্বালানির ক্যলোরিফিক মান যথেষ্ট বেশি হয় বলে গৃহ ও শিল্পক্ষেত্রে যথেষ্ট লাভজনক হয়।
08. কোল ওয়াশিং কাকে বলে? এর প্রয়োজনীয়তা কী?
উত্তর :-কয়লা পরিশোধন পদ্ধতিকে কোল ওয়াশিং (Coal washing) বলে। কোল ওয়াশিং-এর ফলে কয়লার মধ্যে থাকা নানা অশুদ্ধি দূর হয়। ফলে কয়লা পোড়ালে কম ধোঁয়া ও কম ছাই উৎপন্ন হয়। পরিশোধন করা কয়লার তাপন মূল্য বেশি হয়।
09. গ্রিনহাউস এফেক্ট কাকে বলে?
উত্তর :- সূর্য থেকে আসা ইনফ্রারেড রশ্মি শোষণ করে পৃথিবী গরম হয়ে ওঠে। শুষে নেওয়া তাপশক্তির কিছুটা মাটি, জল ও পরিবেশের নানা পদার্থের অণুদের মধ্যে ছড়িয়ে পড়ে। বাকি শক্তিটুকু পৃথিবী আবার ইনফ্রারেড রশ্মি হিসেবে ছেড়ে দেয়। বাতাসে থাকা কিছু গ্যাসের অণু এই ছেড়ে দেওয়া কম শক্তির ইনফ্রারেড রশ্মি শুষে নেয়। ফলে কিছুটা তাপ আটকে পড়ে, সবটুকু মহাকাশে ফিরে যেতে পারে না। ফলে পৃথিবীর গড় উয়তা বেড়ে যায়। এই ঘটনাকেই বলে গ্রিনহাউস এফেক্ট।
10. গ্রিনহাউস গ্যাস কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর :- গ্রিনহাউস গ্যাস ঃ বায়ুমণ্ডলে যেসব গ্যাসের উপস্থিতির জন্য গ্রিনহাউস ক্রিয়া সংঘটিত হয় তাদের গ্রিনহাউস গ্যাস বলে। যেমন— CO2 (প্রধান)। এ ছাড়াও জলীয় বাষ্প, মিথেন, ক্লোরোফ্লুরো কার্বন, নাইট্রাস অক্সাইড বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে।
11. একটি জৈব ও একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম উল্লেখ করো।
উত্তর :- অজৈব গ্রিনহাউস গ্যাসঃ কার্বন ডাইঅক্সাইড (CO2), জৈব গ্রিনহাউস গ্যাস : মিথেন (CH4)।
12. গ্লোবাল ওয়ার্মিং বলতে কী বোঝো?
উত্তর :- গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি ঃ গ্রিনহাউসের প্রভাবে পৃথিবীর গড় তাপমাত্রা বিগত কয়েক শতাব্দী ধরে বেড়ে চলেছে। ,যেমন-1850 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়েছে 0.5°C ইত্যাদি। আবার 1900 থেকে 2000 খ্রিস্টাব্দের মধ্যে তাপমাত্রা বেড়েছে 1°C ইত্যাদি। সুতরাং, প্রাকৃতিক পরিবেশ যে ক্রমশ গরম হয়ে উঠছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সারা পৃথিবী জুড়ে উন্নতার ক্রমবর্ধমান অবস্থাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ‘গ্লোবাল ওয়ার্মিং'।
13. টেফলনের ব্যবহার লেখো।
উত্তর :- নন্-স্টিক বাসনপত্র তৈরি করতে, গাড়ির রঙের উপর প্রলেপ দিতে, রাসায়নিক শিল্পে টেফলন ব্যবহার করা হয়।
14. নাইলনের দুটি ব্যবহার লেখো।
উত্তর :- মাছ ধরার জাল তৈরি করতে এবং মশারি তৈরি করতে নাইলন ব্যবহার করা হয়।
15. টেরিকটন কাপড় কী?
উত্তর :- টেরিলিনের সঙ্গে সুতির সুতো মিশিয়ে যে কাপড় তৈরি করা হয় তাকে টেরিকটন কাপড় বলে।
16. সুতির কাপড় ও টেরিলিনের কাপড় কী দিয়ে তৈরি?
উত্তর :- তুলো থেকে তৈরি করা সুতো দিয়ে সুতির কাপড় তৈরি করা হয়। পলিমার জাতীয় সুতো দিয়ে টেরিলিনের কাপড় তৈরি করা হয়।একটা সুতির কাপড়ের টুকরো আরএকটা সিন্থেটিক কাপড়ের টুকরো
17.মাটির তলায় বেশ কিছুদিন চাপা থাকলে কী দেখা যাবে?
উত্তর :- সুতির কাপড় নষ্ট হয়ে যাবে। সেটিকে আর ব্যবহার করা যাবে না। কিন্তু সিন্থেটিক কাপড়অবিকৃত থাকবে। সেটিকে পুনরায় ব্যবহার করা যেতে পারে।
18. বায়োডিগ্রেডেবল ও নন্-বায়োডিগ্রেডেবল পলিমার কাদের বলে?
উত্তর :- প্রাকৃতিক জৈব পলিমারগুলি ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয়ে যায়। তাই প্রাকৃতিক জৈব পলিমারগুলিকে বায়োডিগ্রেডেবল পলিমার বলে। কৃত্রিম পলিমারগুলি ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না। তাই এইসব পলিমারগুলিকে নন-বায়োডিগ্রেডেবল পলিমার বলে।
অষ্টম শ্রেণি বিজ্ঞান সাজেশন – কার্বন ও কার্বনঘটিত যৌগ (চতুর্থ অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | WB Board Class 8th VIII Science Suggestion Question and Answer with FREE PDF Download
West Bengal class VIII Science, Eight Science, WB Board Class 8th Science Suggestion WBBSE, syllabus, WB Board Class 8th Science, WB Board Class Eight, WB Board Class 8th Bigyan, class VIII Bigyan, WB Board Astom shreni Bigyan, Class 9 Science exam preparation, group D preparation, rail, net, set, wbcs, psc, ssc, csc, upsc, poriksha prostuti, pariksha prastuti, অষ্টম শ্রেণি বিজ্ঞান, কার্বন ও কার্বনঘটিত যৌগ (চতুর্থ অধ্যায়), WB Board Class 8th Science suggestion – কার্বন ও কার্বনঘটিত যৌগ (চতুর্থ অধ্যায়), WB Board Class 8th Class Eight-VIII Science question and answer কার্বন ও কার্বনঘটিত যৌগ (চতুর্থ অধ্যায়), বিজ্ঞান, অষ্টম শ্রেণীর বিজ্ঞান কার্বন ও কার্বনঘটিত যৌগ (চতুর্থ অধ্যায়), পরীক্ষা প্রস্তুতি, রেল, গ্রুপ ডি, এস এস সি, পি, এস, সি, সি এস সি, ডব্লু বি সি এস, নেট, সেট, চাকরির পরীক্ষা প্রস্তুতি, WB Board Class 8th Suggestion, West Bengal Class Eight exam suggestion , WBBSE, অষ্টম শ্রেণি বিজ্ঞান সাজেশান , অষ্টম শ্রেণি বিজ্ঞান সাজেশান , অষ্টম শ্রেণি বিজ্ঞান , অষ্টম শ্রেণি বিজ্ঞান, মধ্যশিক্ষা পর্ষদ, WB Board Class 8th Suggestion Science , অষ্টম শ্রেণি বিজ্ঞান – কার্বন ও কার্বনঘটিত যৌগ (চতুর্থ অধ্যায়) – সাজেশন | WBBSE WB Board Class 8th Class Eight-VIII Science Suggestion PDF, অষ্টম শ্রেণি বিজ্ঞান – কার্বন ও কার্বনঘটিত যৌগ (চতুর্থ অধ্যায়) – সাজেশন | WBBSE WB Board Class 8th Science Class Eight-VIII Science Suggestion PDF,
এই “অষ্টম শ্রেণি বিজ্ঞান – কার্বন ও কার্বনঘটিত যৌগ (চতুর্থ অধ্যায়) | WB Board Class 8th Science PDF” পোস্টটি থেকে যদি আপনার লাভ হয় তাহলে আমাদের পরিশ্রম সফল হবে। আরোও বিভিন্ন স্কুল বোর্ড পরীক্ষা, প্রতিযোগিতা মূলক পরীক্ষার সাজেশন, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রোচনাধর্মী প্রশ্ন উত্তর (All Exam Guide Suggestion, MCQ Type, Short, Descriptive Question and answer),