সপ্তম শ্রেণীর ভূগোল – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Geography
প্রিয় ছাত্র ছাত্রী,
তোমাদের সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম || আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ভূগোল – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর || যা পরীক্ষা প্রস্তুতির জন্য পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে || তাই দেড়ি না করে এই পোস্টের প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়ে নাও ||
সপ্তম শ্রেণীর ভূগোল – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
১)এশিয়া মহাদেশের অক্ষাংশগত অবস্থান লেখ।
উত্তর:-1°16"দক্ষিণ অক্ষাংশ থেকে 77°43" উত্তর অক্ষাংশ পর্যন্ত।
২)এশিয়া মহাদেশের দ্রাঘিমাংশগত অবস্থান লেখ।
উত্তর:-169°40" পশ্চিম দ্রাঘিমা থেকে 26°04" পূর্ব দ্রাঘিমা পর্যন্ত।
৩)এশিয়া মহাদেশের পূর্বদিকে কোন মহাসাগর অবস্থিত?
উত্তর:- প্রশান্ত মহাসাগর।
৪)এশিয়া মহাদেশের পশ্চিম দিকে কোন কোন সাগর অবস্থিত?
উত্তর:- ভূমধ্যসাগর ও কাস্পিয়ান সাগর।
৫)এশিয়া মহাদেশের উত্তর দিকে কোন মহাসাগর অবস্থিত?
উত্তর:- সুমেরু মহাসাগর।
৬)এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে কোন মহাসাগর অবস্থিত?
উত্তর:- ভারত মহাসাগর।
৭)কোন কোন মহাদেশ ইউরেশিয়া নামক অখন্ড স্থলভাগের অংশ?
উত্তর:- ইউরোপ ও এশিয়া।
৮)কোন নদী এশিয়াকে ইউরোপ থেকে পৃথক বিচ্ছিন্ন করেছে?
উত্তর:- ইউরাল নদী।
৯)কোন পর্বত এশিয়াকে ইউরোপ থেকে পৃথক বিচ্ছিন্ন করেছে?
উত্তর:- ইউরাল পর্বত।
১০)কোন খাল এশিয়াকে ইউরোপ থেকে পৃথক বিচ্ছিন্ন করেছে?
উত্তর:- সুয়েজ খাল।
১১)কোন সাগর এশিয়াকে ইউরোপ থেকে পৃথক বিচ্ছিন্ন করেছে?
উত্তর:- লোহিত সাগর।
১২)এশিয়া মহাদেশে মোট দেশের সংখ্যা কয়টি?
উত্তর:- 48টি।
১৩)এশিয়া মহাদেশের কয়েকটি বিখ্যাত শহরের নাম লেখ।
উত্তর:- টোকিও, দিল্লি, মুম্বাই, বেজিং, সিঙ্গাপুর, ব্যাংকক, ম্যানিলা, দুবাই, বাগদাদ ইত্যাদি।
১৪)পৃথিবীর ছাদ কাকে বলা হয়?
উত্তর:- পামির মালভূমি।
১৫)এশিয়া মহাদেশের উচ্চতম স্থানের নাম কি?
উত্তর:- মাউন্ট এভারেস্ট।
১৬)এশিয়া মহাদেশের বৃহত্তম ব-দ্বীপ সমভূমির নাম কি?
উত্তর:- গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমি।
১৭)এশিয়ার বৃহত্তম হ্রদের নাম কি?
উত্তর:- কাস্পিয়ান সাগর।
উত্তর:- মরুসাগর।
১৯)এশিয়া মহাদেশের নিম্নতম অংশের নাম কি?
উত্তর:-মরুসাগর।
২০)পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি?
উত্তর:- তৈগা বনভূমি।
২১)এশিয়ার বৃহত্তম বনভূমির নাম কি?
উত্তর:-তৈগা বনভূমি।
২২)পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশের নাম কি?
উত্তর:- এশিয়া মহাদেশ।
২৩)পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ এশিয়া মহাদেশের বসবাস করেন?
উত্তর:- 60%।
২৪) পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি?
উত্তর:- এশিয়া মহাদেশ।
২৫)পৃথিবীর মোট স্থলভাগের কত ভাগ এলাকাজুড়ে রয়েছে এশিয়া মহাদেশ?
উত্তর:- তিন ভাগের এক ভাগ।
২৬)কোন মহাদেশ কে চরম “বৈশিষ্ট্যের মহাদেশ” বলা হয়?
উত্তর:- এশিয়া মহাদেশ।
২৭) এশিয়া মহাদেশের আয়তন কত?
উত্তর:-4কোটি 45 লক্ষ 79 হাজার বর্গকিমি।
২৮)এশিয়া মহাদেশের বৃহত্তম রাষ্ট্রের নাম কি?
উত্তর:-চীন।
২৯)এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম রাষ্ট্রের নাম কি?
উত্তর:- মালদ্বীপ।
উত্তর:- হোয়াং হো নদী উপত্যকা।
৩১)প্রাচীন মেসোপটেমিয়ার সভ্যতার বিকাশ ঘটেছিল কোন নদীর উপত্যকায়?
উত্তর:- টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী।
৩২)প্রাচীন হরপ্পা-মহেঞ্জোদারো বা সিন্ধু সভ্যতার বিকাশ ঘটেছিল কোন নদীর উপত্যকায়?
উত্তর:- সিন্ধু নদের উপত্যকায়।
৩৩)পর্বত হৃদয় মহাদেশ কাকে বলা হয়?
উত্তর:- এশিয়া।
৩৪)এশিয়া মহাদেশের দুটি পর্বতগ্রন্থির নাম লেখো।
উত্তর:-পামীর গ্রন্থি ও আর্মেনীয় গ্রন্থি।
৩৫)কোন কোন পর্বতের মাঝে তিব্বত মালভূমি অবস্থিত?
উত্তর:- হিমালয় পর্বত ও কুয়েনলুন পর্বত।
৩৬)তিব্বত মালভূমির উত্তর-পূর্ব দিকে কোন মালভূমি অবস্থিত?
উত্তর:-মঙ্গোলিয়া মালভূমি।
৩৭)কোন কোন পর্বতের মাঝে আনাতোলিয়া মালভূমি অবস্থিত?
উত্তর:- পন্টিক পর্বত ও টরাস পর্বত।
৩৮)আনাতোলিয়া মালভূমির দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত?
উত্তর:- লোহিত সাগর।
৩৯) দাক্ষিণাত্য মালভূমি কোন দেশে অবস্থিত?
উত্তর:- ভারত।
৪০) আরবের মালভূমি কোন কোন দেশে অবস্থিত?
উত্তর:- সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরশাহী।
৪১) ইন্দোচীন মালভূমি কোন কোন দেশে অবস্থিত?
উত্তর:-কম্বোডিয়া, লাওস, মায়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড।
৪২)এশিয়ার উত্তরের সমভূমি কোন দিক থেকে কোন দিকে ঢালু?
উত্তর:- দক্ষিণ-পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে।
৪৩)পামির গ্রন্থি থেকে নির্গত কয়েকটি পর্বতশ্রেণীর নাম লেখ।
উত্তর:-হিমালয়, কারাকোরাম, হিন্দুকুশ, সুলেমান, তিয়েনসান, কুয়েনলুন, আলতিনভাগ।
৪৪)আর্মেনীয় গ্রন্থি থেকে নির্গত কয়েকটি পর্বতশ্রেণীর নাম লেখা।
উত্তর:-পন্টিক, টরাস, জাগ্রোস, এলবুর্জ।
উত্তর:- এশিয়ার উত্তরের সমভূমি।
৪৬)এশিয়ার উত্তরের সমতল ভূমিকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?
উত্তর:-তিন ভাগে, যথা-তুরানের নিম্নভূমি, সাইবেরিয়ার সমভূমি, পূর্বের উচ্চভূমি বা শিল্ড সমভূমি।
৪৭)মেসোপটেমিয়া সমভূমি কোন মহাদেশ অবস্থিত?
উত্তর:- এশিয়া মহাদেশ।
৪৮)এশিয়া মহাদেশের প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত কয়েকটি দ্বীপ ও দ্বীপপুঞ্জের নাম লেখ।
উত্তর:-জাপানের দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ, কিউরাইল দ্বীপপুঞ্জ, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ইত্যাদি।
৪৯)এশিয়ার কয়েকটি উত্তর বাহিনী নদীর নাম লেখ।
উত্তর:- ওব, ইনিসি, লেনা নদী।
৫০)ওব নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তর:- আলতাই পর্বত।
৫১)ওব নদীর দৈর্ঘ্য কত?
উত্তর:- 3650 কিমি।
৫২)ওব নদী কোন স্থানে পতিত হয়েছে?
উত্তর:- ওব উপসাগরে।
৫৩)ইনিসি নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তর:- সায়ান পর্বত।
৫৪)ইনিসি নদীর দৈর্ঘ্য কত?
উত্তর:- 3438 কিমি।
৫৫)ইনিসি নদী কোন স্থানে পতিত হয়েছে?
উত্তর:- ইনিসি উপসাগর।
৫৬)লেনা নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তর:- বৈকাল পর্বত।
৫৭)লেনা নদীর দৈর্ঘ্য কত?
উত্তর:-4400 কিমি।
৫৮)লেনা নদী কোন স্থানে পতিত হয়েছে?
উত্তর:- লাপ্টেভিক সাগর।
৫৯)এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির প্রধান বৈশিষ্ট্য কি?
উত্তর:-এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয়।
৬০)ওব, ইনিসি ও লেনা নদী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে?
উত্তর:- দক্ষিণ দিক থেকে উত্তর দিকে।
৬১)এশিয়ার উত্তর দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে কোন নদীর দৈর্ঘ্য সব থেকে বেশি?
উত্তর:- লেনা নদী।
৬২)এশিয়ার কয়েকটি দক্ষিণ বাহিনী নদীর নাম লেখো।
উত্তর:-মেকং, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, মেনাম, ইরাবতী, টাইগ্রিস ও ইউফ্রেটিস।
উত্তর:- গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা।
৬৪) গঙ্গা নদীর দৈর্ঘ্য কত?
উত্তর:- 2525 কিমি।
৬৫) গঙ্গা নদী কোন সাগরে পতিত হয়েছে?
উত্তর:- বঙ্গোপসাগরে।
৬৬)ব্রহ্মপুত্র নদ কোন স্থান উৎপত্তি লাভ করেছে?
উত্তর:-তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ুং দুং হিমবাহ।
৬৭)ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত?
উত্তর:- 2900 কিমি।
৬৮)ব্রহ্মপুত্র নদ কোন সাগরে পতিত হয়েছে?
উত্তর:-বঙ্গোপসাগরে।
৬৯)সিন্ধু নদ কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তর:-তিব্বতের মানস সরোবরের কাছে সিন খাবাব হিমবাহ থেকে।
৭০)সিন্ধু নদের দৈর্ঘ্য কত?
উত্তর:- 2900 কিমি।
৭১)সিন্ধু নদ কোন সাগরে পতিত হয়েছে?
উত্তর:- আরব সাগরে।
৭২)এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর:- মেকং নদী।
৭৩)মেকং নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তর:- কুয়েনলুন পর্বত থেকে।
৭৪)মেকং নদীর দৈর্ঘ্য কত?
উত্তর:- 4350 কিমি।
৭৫)মেকং নদী কোন সাগরে পতিত হয়েছে?
উত্তর:- দক্ষিণ চীন সাগর।
৭৬)মেনাম নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তর:-শান মালভূমি।
৭৭)মেনাম নদীর দৈর্ঘ্য কত?
উত্তর:- 372 কিমি।
৭৮)মেনাম নদী কোন স্থানে পতিত হয়েছে?
উত্তর:- থাইল্যান্ড উপসাগর।
উত্তর:- ইউনান মালভূমি।
৮০)ইরাবতী নদীর দৈর্ঘ্য কত?
উত্তর:- 2210 কিমি।
৮১)ইরাবতী নদী কোন স্থানে পতিত হয়েছে?
উত্তর:- মার্তাবান উপসাগর।
৮২)টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তর:- আর্মেনীয় মালভূমির কুর্দিস্তান পর্বত।
৮৩) টাইগ্রিস নদীর দৈর্ঘ্য কত?
উত্তর:- 1900 কিমি।
৮৪) ইউফ্রেটিস নদীর দৈর্ঘ্য কত?
উত্তর:- 2800 কিমি।
৮৫)টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী কোন সাগরে পতিত হয়েছে?
উত্তর:-পারস্য উপসাগর।
৮৬)টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম কি?
উত্তর:- সাত-এল-আরব।
৮৭)এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলিতে সারা বছর জল থাকে কেন?
উত্তর:-এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলি মৌসুমী জলবায়ু অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত এবং পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হওয়ার জন্য বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট। তাই এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলিতে সারা বছর জল থাকে।
৮৮)এশিয়ার উত্তরের সমভূমির দক্ষিণ-পশ্চিমে কাস্পিয়ান ও আরব সাগরের চারি দিক অবস্থিত
নিম্নভূমিকে কি বলা হয়?
উত্তর:- তুরানের নিম্নভূমি।
৮৯)এশিয়ার সাইবেরিয়ার সমভূমি কিভাবে সৃষ্টি হয়েছে?
উত্তর:-এশিয়ার উত্তরের ওব, ইনিসি ও লেনা নদীর পলি সঞ্চয় এবং হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সাইবেরিয়ার সমভূমি সৃষ্টি হয়েছে।
৯০)এশিয়ার পূর্বের উচ্চভূমি বা শিল্ড সমভূমি বলতে কী বোঝো?
উত্তর:-এশিয়ার উত্তরের সমভূমির উত্তর-পূর্ব দিকে প্রাচীন মালভূমি ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে যে সমভূমি সৃষ্টি হয়েছে, তাকে এশিয়ার পূর্বের উচ্চভূমি বা শিল্ড সমভূমি বলে।
৯১)এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর:-ইয়াংসি নদী।
৯২)ইয়াংসি নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তর:- কুয়েনলুন পর্বতের দক্ষিনে গোলাডানডং পর্বত শৃঙ্গ।
৯৩)ইয়াংসি নদীর দৈর্ঘ্য কত?
উত্তর:-6300 কিমি।
৯৪)ইয়াংসি নদী কোন সাগরে পতিত হয়েছে?
উত্তর:- পূর্ব চীন সাগরে।
৯৫)এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণ রেণুর নদী বলা হয়?
উত্তর:-ইয়াংসি নদী।
৯৬)সিকিয়াং নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তর:-ইউনান মালভূমির বায়ানহারা পর্বত।
৯৭)সিকিয়াং নদীর দৈর্ঘ্য কত?
উত্তর:-1920 কিমি।
৯৮)সিকিয়াং নদী কোন সাগরে পতিত হয়েছে?
উত্তর:- পূর্ব চীন সাগর।
৯৯)হোয়াংহো নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তর:-কুয়েনলুন পর্বত।
১০০)হোয়াংহো নদীর দৈর্ঘ্য কত?
উত্তর:- 5464 কিমি।
১০১)হোয়াংহো নদী কোন সাগরে পতিত হয়েছে?
উত্তর:- বোহাই সাগর।
১০২) এশিয়ার কোন নদীকে পীত নদী বলা হয়?
উত্তর:-হোয়াংহো নদী।
১০৩)হোয়াংহো নদীকে পীত নদী বলা হয় কেন?
উত্তর:- হলুদ বা পীত বর্ণের পলি যুক্ত জল বহন করে বলে হোয়াংহো নদীকে পীত নদী বলা হয়।
১০৪)এশিয়ার কয়েকটি পূর্ব বাহিনী নদীর নাম লেখ।
উত্তর:-ইয়াংসি, সিকিয়াং, হোয়াংহো, আমুর ইত্যাদি।
১০৫)এশিয়ার দুটি পূর্ব বাহিনী নদীর নাম লেখো যারা চীন সাগরে পড়েছে?
উত্তর:-ইয়াংসি, সিকিয়াং।
১০৬)এশিয়া মহাদেশের মধ্যভাগের বেশিরভাগ অঞ্চলের জলবায়ু কী ধরনের?
উত্তর:- চরমভাবাপন্ন জলবায়ু।
১০৭)এশিয়া মহাদেশের কোন কোন দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়?
উত্তর:- ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলংকা, সিঙ্গাপুর ইত্যাদি।
১০৮)এশিয়া মহাদেশের কোন কোন দেশে মৌসুমী জলবায়ু দেখা যায়?
উত্তর:- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভিয়েতনাম, দক্ষিণ চীন, থাইল্যান্ড ইত্যাদি।
১০৯)এশিয়া মহাদেশের কোন কোন দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়?
উত্তর:-ভূমধ্যসাগরের তীরবর্তী সিরিয়া, লেবানন, তুরস্ক, ইজরায়েল, জর্ডন ইত্যাদি দেশে।
১১০)এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়?
উত্তর:- পশ্চিমা বায়ু।
১১১)এশিয়া মহাদেশের কোন কোন দেশ চীন দেশীয় জলবায়ু দেখা যায়?
উত্তর:- চীনের উত্তরাংশ ও মধ্যভাগ, দক্ষিণ কোরিয়া এবং জাপানের কিছু অংশে।
১১২)এশিয়া মহাদেশের কোন কোন স্থানে উষ্ণ মরু প্রকৃতির চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায়?
উত্তর:- আরবের মরুভূমি, ভারত ও পাকিস্তানের থর মরুভূমি, ইরাক, ইরান, কুয়েত ইত্যাদি।
১১৩) এশিয়ার উষ্ণতম স্থানের নাম কি?
উত্তর:- পাকিস্তানের জেকোবাবাদ।
১১৪)এশিয়ার উষ্ণতম স্থান পাকিস্তানের জেকোবাবাদের উষ্ণতা কত?
উত্তর:- 52°C।
১১৫)এশিয়া মহাদেশের কোন কোন অঞ্চলে সাইবেরীয় জলবায়ু দেখা যায়?
উত্তর:- রাশিয়ার সাইবেরিয়া ও শাখালিন দ্বীপপুঞ্জ।
১১৬)এশিয়া মহাদেশের নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোন কোন স্বাভাবিক উদ্ভিদ জন্মায়?
উত্তর:- মেহগিনি, রোজউড, আয়রন উড, সেগুন, আবলুস, সিঙ্কোনা, কোকো, রবার ইত্যাদি চিরহরিৎ উদ্ভিদ।
১১৭)এশিয়া মহাদেশের মৌসুমী জলবায়ু অঞ্চলে কোন কোন স্বাভাবিক উদ্ভিদ জন্মায়?
উত্তর:-আম, জাম, মেহগিনি, অশ্বত্থ, বট, শিশু, শাল, সেগুন, আবলুস, বাঁশ ইত্যাদি চিরহরিৎ ও পর্ণমোচী উদ্ভিদ।
১১৮)এশিয়া মহাদেশে চীন দেশীয় জলবায়ু অঞ্চলে কোন কোন স্বাভাবিক উদ্ভিদ জন্মায়?
উত্তর:-সেগুন, ফার, বিচ, পায়, লরেল ইত্যাদি পর্ণমোচী এবং মেহগিনি, চেস্টনাট, ওক ইত্যাদি চিরহরিৎ উদ্ভিদ।
১১৯)এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন কোন স্বাভাবিক উদ্ভিদ জন্মায়?
উত্তর:- জলপাই, আঙুর, লেবু, ওক, কর্ক, অলিভ, লরেল, ল্যাভেন্ডার, রোজমেরি ইত্যাদি।
১২০)এশিয়া মহাদেশের উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে কোন কোন স্বাভাবিক উদ্ভিদ জন্মায়?
উত্তর:- বাবলা, ফণীমনসা, খেজুর ইত্যাদি কাঁটা জাতীয় উদ্ভিদ।
১২১)এশিয়া মহাদেশের সাইবেরীয় জলবায়ু অঞ্চলে কোন কোন স্বাভাবিক উদ্ভিদ জন্মায়?
উত্তর:-পাইন, ফার, স্প্রুস, বার্চ, লার্চ, সিডার, উইলো ইত্যাদি সরলবর্গীয় উদ্ভিদ।
১২২) পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বৃক্ষের বনভূমির নাম কি?
উত্তর:- রাশিয়ার তৈগা বনভূমি।
১২৩)এশিয়ার তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কোন কোন স্বাভাবিক উদ্ভিদ জন্মায়?
উত্তর:- মস, লাইকেন, শৈবাল ইত্যাদি।
১২৪) এশিয়া মহাদেশের শীতলতম স্থানের নাম কি?
উত্তর:- রাশিয়ার ভারখয়ানস্ক্।
১২৫)এশিয়া মহাদেশে সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চলের নাম কি?
উত্তর:-ভারতের মেঘালয় রাজ্যের মৌসিনরাম।
১২৬)এশিয়া মহাদেশের পূর্ব বাহিনী নদীগুলির নিম্ন প্রবাহে কৃষি ও শিল্পের উন্নতি ঘটেছে কেন?
উত্তর:-এশিয়া মহাদেশের পূর্ব বাহিনী নদীগুলি নিম্ন প্রবাহে পলি সঞ্চয় করে সমভূমি গড়ে তুলেছে বলে এখানে কৃষি ও শিল্পের উন্নতি ঘটেছে।
১২৭)এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের প্রধান কারণগুলি কি কি?
উত্তর:-অক্ষরেখার অবস্থান, উচ্চতার তারতম্য ও সমুদ্র থেকে দূরত্ব।
১২৮)ভূপৃষ্ঠ থেকে প্রতি 1000 মিটার বা 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কত ডিগ্রী সেন্টিগ্রেড করে কমে?
উত্তর:- 6.5°C।
১২৯)এশিয়া মহাদেশের মধ্যভাগের উঁচু পার্বত্য অঞ্চলের গড় উচ্চতা কত?
উত্তর:- 4000 মিটারের বেশী।
১৩০)এশিয়া মহাদেশের নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ বা চিরসবুজ গাছ দেখা যায় কেন?
উত্তর:- বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য।
” সপ্তম শ্রেণীর ভূগোল – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক সপ্তম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Seven VII / WB Class 7 / WBBSE / Class 7 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 7 Exam / Class 7 Class 7th / WB Class XII / Class 7 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( সপ্তম শ্রেণীর ভূগোল সাজেশন / সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর । 8 Geography Suggestion / Class 7 Geography Question and Answer / Class VII Geography Suggestion / Class 7 Pariksha Geography Suggestion / Geography Class 7 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 7 Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 7 Geography Suggestion / West Bengal Seven VII Question and Answer, Suggestion / WBBSE Class 7th Geography Suggestion / Class 7 Geography Question and Answer / Class XII Geography Suggestion / Class 7 Pariksha Suggestion / Class 7 Geography Exam Guide / Class 7 Geography Suggestion 2021, 2022, 2023, 2024, 2025 / Class 7 Geography Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 7 Geography Suggestion FREE PDF Download) সফল হবে।
এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) Class 7 Geography Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর।
এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর ভূগোল
এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) Class 7 Geography Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণির ভূগোল
এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) Class 7 Geography Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
সপ্তম শ্রেণি ভূগোল – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | Class 7 Geography
সপ্তম শ্রেণীর ভূগোল (Class 7 Geography) – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) | Class 7 Geography Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) প্রশ্ন উত্তর।
সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) প্রশ্ন উত্তর | West Bengal Class 7 Geography Question and Answer, Suggestion
সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) | সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) | পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) | সপ্তম শ্রেণীর ভূগোল সহায়ক – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর । Class 7 Geography Question and Answer, Suggestion | West Bengal Class 7 Geography Suggestion | Class 7 Geography Question and Answer Notes | West Bengal Class 7th Geography Question and Answer Suggestion.
সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 7 Geography Question and Answer, Suggestion
সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) । Class 7 Geography Suggestion.
WBBSE Class 7th Geography Suggestion | সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়)
WBBSE Class 7 Geography Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) | Class 7 Geography Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
Class 7 Geography Question and Answer Suggestions | সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) | সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
Class 7 Geography Question and Answer সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 7 Geography Question and Answer সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class Seven Geography Suggestion | সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
West Bengal Class 7 Geography Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । West Bengal Class 7 Geography Suggestion সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।
West Bengal Class 7 Geography Suggestion Download WBBSE Class 7th Geography short question suggestion . Class 7 Geography Suggestion download Class 7th Question Paper Geography. WB Class 7 Geography suggestion and important question and answer. Class 7 Suggestion pdf.পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।