নবম শ্রেণীর জীবন বিজ্ঞান : জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Life Science Question and Answer
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান : জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Life Science Question and Answer
জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class
9 Life Science Question and Answer : জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর |
Class 9 Life Science Question and Answer নিচে দেওয়া হলো। এই West
Bengal WBBSE Class 9th Life Science Question and Answer, Suggestion, Notes
| নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and
Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IXLife Science
Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জীবন ও
তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর |
Class 9 Life Science Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. আমগাছের বর্গ [Order] হল-
[A] অ্যানাকার্ডিয়েসি
[B] স্যাপিনডেলিস
[C] ল্যামিয়েসি
[D] প্ল্যান্টি
উত্তর:- [B] স্যাপিনডেলিস
2. কম্বপ্লেট বা চিরুনিপাত দেখা যায় যে পর্বে
সেটি হল—
[A] নিডেরিয়া
[B] টিনোফোরা
[C] মোলাস্কা
[D] আর্থ্রোপোডো
উত্তর:- [B] টিনোফোরা
3. উদ্ভিদবিদ্যার জনক হলেন—
[A] লিনিয়াস
[B] অ্যারিস্টটল
[C] থিওফ্রাসটাস
[D] ল্যামার্ক
উত্তর:- [C] থিওফ্রাসটাস
4. চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণীদের অধিঃশ্রেণিটি
হল –
[A] অ্যাগনাথা
[B] ন্যাথোস্টোমাটা
[C] অসটিথিস
[D] কনড্রিক্থিস
উত্তর:- [A] অ্যাগনাথা
5. কথাটি প্রথম ব্যবহার করেন—
[A] লিনিয়াস
[B] হ্যালডেন
[C] ওয়ালটার রোজেন
[D] ওপারিন
উত্তর:- [C] ওয়ালটার রোজেন
6. তারামাছের গমন ও খাদ্যগ্রহণে সাহায্য করে—
[A] টিউবফিট
[B] অ্যাম্বুল্যাক্ৰা
[C] ম্যাডিপোরাইট
[D] প্যালিয়াম।
উত্তর-[A] টিউবফিট
7. ব্যালানোগ্নসাস [Balanoglossus sp.] নামক প্রাণীটি কোন্ পর্বের অন্তর্গত? –
[A] হেমিকর্ডাটা
[B] স্টোমোকর্ডাটা
[C] কর্ডাটা
[D] A ও B
উত্তর:- [A] হেমিকর্ডাটা
8. জীববৈচিত্র্য বা biodiversity কথাটি প্রথম ব্যবহার করেন—
[A] লিনিয়াস
[B] হ্যালডেন
[C] ওয়ালটার রোজেন
[D] ওপারিন
উত্তর:- [C] ওয়ালটার রোজেন
9. পৃথিবী সৃষ্টির সময় বায়ুমণ্ডলের কোন্ গ্যাসটি ছিল
না? –
[A] অক্সিজেন
[B] হাইড্রোজেন সায়ানাইড
[C] অ্যামোনিয়া
[D] মিথেন
উত্তর:- [A] অক্সিজেন
10. পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় জীবের সাড়া দেওয়ার
ক্ষমতাকে বলে—
[A] ছন্দবদ্ধতা
[B] পুষ্টি
[C] উত্তেজিতা
[D] বিপাক
উত্তর:- [C] উত্তেজিতা
11. চক্ষু, ডানা ও পালক হালকা অস্থি কোন্
শ্রেণির মেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য –
[A] রেপটিলিয়া
[B] অ্যাভিস
[C] ম্যামেলিয়া
[D] পিসিস
উত্তর:- [B] অ্যাভিস
12. নীচের কোনটি একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ? –
[A] ল্যামপ্রে
[B] হ্যাগফিশ
[C] A ও B উভয়ই
[D] কোনোটিই নয়
উত্তর:- [C] A ও B উভয়ই
13. ফ্লেমকোশের কাজ হল—
[A] রেচনে সাহায্য করা
[B] পরিপাকে সাহায্য করা
[C] সংবহনে সাহায্য করা
[D] শ্বসনে সাহায্য করা
উত্তর:- [A] রেচনে সাহায্য করা
14. কোন্ পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বর বা হিমোসিল
দেখা যায়?
[A] আথ্রোপোডা বা সন্ধিপদী
[B] অ্যানিলিডা বা অঙ্গুরীমাল
[C] নিডেরিয়া
[D] টিনোফোরা
উত্তর:- [A] আথ্রোপোডা বা সন্ধিপদী
15. হিমোসিল [রক্তপূর্ণ দেহগহ্বর] দেখা যায়—
[A] আথ্রোপোডা পর্বে
[B] পরিফেরা পর্বে
[C] প্লাটিহেলমিনথিস পর্বে
[D] নিডেরিয়া পর্বে
উত্তর:- [A] আথ্রোপোডা পর্বে
16. প্রোবোসিস, কলার ও দেহকাণ্ড থাকে—
[A] হেমিকর্ডাটাতে
[B] কর্ডাটাতে
[C] ইউরোকর্ডাটাতে
[D] কোনোটিই নয়
উত্তর:- [A] হেমিকর্ডাটাতে
17. বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানটি হল
–
[A] সাইবারনেটিক্স
[B] বায়োনিক্স
[C] বায়োমেট্রি
[D] বায়োফিজিক্স
উত্তর:- [B] বায়োনিক্স
18. নীচের কোনটি একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ? –
[A] ল্যামপ্রে
[B] হ্যাগফিশ
[C] A ও B উভয়ই
[D] কোনোটিই নয়
উত্তর:- [C] A ও B উভয়ই
19. সায়ানো ব্যাকটেরিয়া শ্রেণিবিন্যাসের কোন্ জগতের
অন্তর্গত? –
[A] প্রোটিস্টা
[B] মোনেরা
[C] ফাংগি
[D] প্ল্যান্টি উওর
উত্তর:- [B] মোনেরা
20. হায়ারার্কি শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক হল-
[A] বর্গ
[B] গোত্র
[C] পর্ব
[D] প্রজাতি
উত্তর:- [D] প্রজাতি
21. প্রোটোসেল মডেল হিসেবে কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা
হলেন-
[A] সিডনি ফক্স
[B] ওপারিন
[C] হ্যালডেন
[D] স্ট্যানলে মিলার
উত্তর:- [B] ওপারিন
22. সিউডোসিলোম বা ছদ্ম দেহগহ্বর দেখা যায় কোন পর্বের
প্রাণীদের?-
[A] প্ল্যাটিহেলমিনথিস
[B] অ্যাসকেলমিনথিস
[C] অ্যানিলিডা
[D] আথ্রোপোডা
উত্তর:- [B] অ্যাসকেলমিনথিস
23. পৃথিবীর জীববৈচিত্র্য সৃষ্টির জন্য দায়ী বলে মনে করা
হয়-
[A] মিউটেশন বা পরিব্যক্তিকে
[B] বিচ্ছিন্নতাকে
[C] প্রাকৃতিক নির্বাচনকে
[D] সবকটিকে
উত্তর:- [D] সবকটিকে
24. নীচের কোন গোষ্ঠীর উদ্ভিদরা সকলেই সমরেণুপ্রসূ? –
[A] জিমনোস্পার্ম
[B] টেরিডোফাইটা
[C] ব্রায়োফাইটা
[D] অ্যানজিওস্পার্ম
উত্তর:- [C] ব্রায়োফাইটা
দুই অধ্যায় প্রশ্নের উত্তর
দেখুন
25. উভচর উদ্ভিদ বলা যায়—
[A] ফার্ন গোষ্ঠীকে
[B] মস গোষ্ঠীকে
[C] শ্যাওলাকে
[D] ছত্রাককে
উত্তর:- [B] মস গোষ্ঠীকে
26. কোন্প্রাণী পর্বে অসটিয়া ও অসকিউলাম দেখা যায়?
[A] পরিফেরা
[B] নিডেরিয়া
[C] টিনোফোরা
[D] মোলাস্কা
উত্তর:- [A] পরিফেরা
27. কোন্ শ্রেণির প্রাণীতে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম দেখা
যায়?
[A] রেপ্টিলিয়া
[B] ম্যামেলিয়া
[C] অ্যানেলিডা
[D] অ্যাম্ফিবিয়া
উত্তর:- [B] ম্যামেলিয়া
28. বায়োলজি [Biology] শব্দটি প্রথম প্রণয়ন করেন—
[A] ডারউইন
[B] লিনিয়াস
[C] জ্যাঁ ব্যাপটিস্ট ল্যামার্ক।
[D] হুইটেকার
উত্তর:- [C] জ্যাঁ ব্যাপটিস্ট ল্যামার্ক।
29. ডায়াটম, ডাইনোফ্ল্যাজেলেট ও প্রোটোজোয়া
যে পর্বের অন্তর্গত সেটি হল-
[A] মোনেরা
[B] প্রোটিস্টা
[C] ছত্রাক
[D] প্ল্যান্টি
উত্তর:- [B] প্রোটিস্টা
30. জীবের কোন্ বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন হ্রাস করে?
[A] উত্তেজিতা
[B] শ্বসন
[C] বিপাক
[D] গমন
উত্তর:- [B] শ্বসন
31. প্রাণের প্রথম আবির্ভাব ঘটে—
[A] বায়ুতে
[B] মাটিতে
[C] জলে
[D] শিলায়
উত্তর:- [C] জলে
32. প্রাণীবিদ্যার একটি ফলিত শাখা হল—
[A] অরনিথোলজি
[B] এন্টোমোলজি
[C] সেরিকালচার
[D] হারপেটোলজি
উত্তর:- [C] সেরিকালচার
[এই শাখায় রেশম
মথ প্রতিপালন ,রেশম চাষ, রেশম সুতো নিষ্কাশন করা হয়।]
33. বায়োলজি ও ইলেকট্রনিক্সের সের সমন্বয়ে গঠিত
বিজ্ঞানটি হল –
[A] সাইবারনেটিক্স
[B] বায়োনিক্স
[C] বায়োমেট্রি
[D] বায়োফিজিক্স
উত্তর:- [B] বায়োনিক্স
34. [5] ট্যাক্সোনমি বা শ্রেণিবদ্ধবিদ্যার জনক হলেন—
[A] ক্যারোলাস লিনিয়াস
[B] বেনথাম ও হুকার হন
[C] হাচিনসন
[D] ক্যানডোলি
উত্তর:- [A] ক্যারোলাস লিনিয়াস
35. হায়ারার্কি শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক হল—
[A] বর্গ
[B] গোত্র
[C] পর্ব
[D] প্রজাতি
উত্তর:- [D] প্রজাতি
36. Mangifera indica কোন গাছের বিজ্ঞানসম্মত নাম?
[A] আম
[B] জাম
[C] কলা
[D] বট
উত্তর:- [A] আম
37. যে প্রক্রিয়ায় খাদ্যস্থ স্ৰৈতিক শক্তি তাপ শক্তিরুপে
মুক্ত হয় তাকে বলে
[A] পুষ্টি
[B] শ্বসন
[C] রেচন
[D] বৃদ্ধি
উত্তর:- [B] শ্বসন
38. নীচের কোন্টি কনড্রিকথিস [Chondrichthyes] শ্রেণির বৈশিষ্ট্য নয়?
[A] পটকা
[B] প্ল্যাকয়েড আঁশ
[C] হেটারোসারকাল লেজ
[D] অন্তরকঙ্কাল তরুণাস্থিময়
উত্তর:- [A] পটকা
39. বর্গ ও পর্বের মধ্যবর্তী ক্যাটাগরি হল-
[A] শ্রেণি
[B] গণ
[C] গোত্র
[D] রাজ্য
উত্তর:- [A] শ্রেণি
40. মোনেরা রাজ্যের অন্তর্গত জীবগোষ্ঠী হল –
[A] ব্যাকটেরিয়া
[B] সায়ানোব্যাকটেরিয়া
[C] প্রোটিস্টা
[D] ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া
উত্তর:- [D] ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া
41. চক্ষু, ডানা ও পালক হালকা অস্থি কোন্
শ্রেণির মেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য –
[A] রেপটিলিয়া
[B] অ্যাভিস
[C] ম্যামেলিয়া
[D] পিসিস
উত্তর:- [B] অ্যাভিস
42. কোন্ উদ্ভিদগোষ্ঠীতে প্রথম সংবহন কলাতন্ত্রের
আবির্ভাব ঘটে-
[A] শৈবাল বা অ্যালগি জাতীয় উদ্ভিদ
[B] টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদ
[C] ব্রায়োফাইটা বা মস জাতীয় উদ্ভিদ
[D] জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী উদ্ভিদ
উত্তর:- [B] টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদ
43. নীচের কোনটি একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ? –
[A] ল্যামপ্রে
[B] হ্যাগফিশ
[C] ক ও খ উভয়ই
[D] কোনোটিই নয়
উত্তর:- [C] ক ও খ উভয়ই
44. ফ্লেমকোশের কাজ হল-
[A] রেচনে সাহায্য করা
[B] পরিপাকে সাহায্য করা
[C] সংবহনে সাহায্য করা
[D] শ্বসনে সাহায্য করা
উত্তর:- [A] রেচনে সাহায্য করা
45. কোন্ পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বর বা
হিমোসিলদেখা যায়? –
[A] আথ্রোপোডা বা সন্ধিপদী
[B] অ্যানিলিডা বা অঙ্গুরীমাল
[C] নিডেরিয়া
[D] টিনোফোরা
উত্তর:- [A] আথ্রোপোডা বা সন্ধিপদী
46. হিমোসিল [রক্তপূর্ণ দেহগহ্বর] দেখা যায়-
[A] আথ্রোপোডা পর্বে
[B] পরিফেরা পর্বে
[C] প্লাটিহেলমিনথিস পর্বে
[D] নিডেরিয়া পর্বে
উত্তর:- [A] আথ্রোপোডা পর্বে
47. প্রোবোসিস, কলার ও দেহকাণ্ড থাকে-
[A] হেমিকর্ডাটাতে
[B] কর্ডাটাতে
[C] ইউরোকর্ডাটাতে
[D] কোনোটিই নয়
উত্তর:- [A] হেমিকর্ডাটাতে
48. মানুষের বিজ্ঞানসম্মত নাম লেখার সঠিক পদ্ধতিটি হল –
[A] Homo Sapiens
[B] Homo Sapiens
[C] Homo sapiens
[D] Homo sapiens
উত্তর:- [B] Homo Sapiens
49. ব্যালানোগ্নসাস [Balanoglossus] নামক প্রাণীটি কোন্ পর্বের অন্তর্গত? –
[A] হেমিকর্ডাটা
[B] স্টোমোকর্ডাটা
[C] কর্ডাটা
[D] ক ও খ
উত্তর:- [A] হেমিকর্ডাটা
50. জীববৈচিত্র্য বা biodiversity কথাটি প্রথম ব্যবহার করেন-
[A] লিনিয়াস
[B] হ্যালডেন
[C] ওয়ালটার রোজেন
[D] ওপারিন
উত্তর:- [C] ওয়ালটার রোজেন
51. পৃথিবী সৃষ্টির সময় বায়ুমণ্ডলের কোন গ্যাসটি ছিল না? –
[A] অক্সিজেন
[B] হাইড্রোজেন সায়ানাইড
[C] অ্যামোনিয়া
[D] মিথেন
উত্তর:- [A] অক্সিজেন
52. পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় জীবের সাড়া দেওয়ার
ক্ষমতাকে বলে-
[A] ছন্দবদ্ধতা
[B] পুষ্টি
[C] উত্তেজিতা
[D] বিপাক
উত্তর:- [C] উত্তেজিতা
53. হিমোসিল [রক্তপূর্ণ দেহগহ্বর] দেখা যায় যে পর্বে
সেটি হল—
[A] আর্থ্রোপোডা
[B] পরিফেরা
[C] প্ল্যাটিহেলমিনথেস
[D] নিডেরিয়া
উত্তর:- [A] আর্থ্রোপোডা
54. ‘গরম তরল স্যুপ' [Hot dilute
Soup] কথাটির প্রবর্তক হলেন—
[A] সিডনি ফক্স
[B] হ্যালডেন
[C] ওপারিন
[D] ওপারিন ও হ্যালডেন
উত্তর:- [D] ওপারিন ও হ্যালডেন
জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন প্রশ্ন ও উত্তর Class 9 Life Science Suggestion | West Bengal WBBSE
Class Nine IX(Class 9th) Life Science Question and Answer Suggestion
1. দ্বিপদ নামকরনের প্রবক্তা কে?
উত্তর:- লিনিয়াস
2. বিজ্ঞানী সিম্পসন প্রবর্তিত হায়ারার্কতে মোট ধাপের
সংখ্যা কটি?
উত্তর:- ২১ টি
3. একটি ট্যাক্সোনমিক বিভাগ বা র্যাংকের নাম লেখ।
উত্তর:- বর্গ
4. আমের বৈজ্ঞানিক নাম কি?
উত্তর:- ম্যাঙ্গিফেরা ইন্ডিকা
5. হায়ারার্কি শ্রেণীবিন্যাসের সর্বনিম্নর একক কি?
উত্তর:- প্রজাপতি
6. ICBN এর পুরো নাম কি?
উত্তর:- International Code Of Botanical Nomenclature
7. লিনিয়াস রচিত যেকোনো একটি গ্রন্থের নাম লেখ।
উত্তর:- সিস্টোমো ন্যাচুরি
8. পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীর তাপমাত্রা কত ছিল?
উত্তর:- ৫০০০-৬০০০ ডিগ্রী
9. গরম তরল স্যুপ নামকরণটি কি করেছিলেন?
উত্তর:- হ্যালডেন
10. উত্তেজনায় সাড়া দেবার ধর্মকে কি বলা হয়?
উত্তর:- উত্তেজিতা
11. কোয়াসারভেট কি গঠন করতে সাহায্য করে?
উত্তর:- কোলয়েড
12. জীবনের একটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর:- বৃদ্ধি ও ক্ষতিপূরণ
13. কোষের গঠনগত উপাদানকে কি বলা হয়?
উত্তর:- প্রোটোপ্লাজম
14. বায়োলজি শব্দের প্রবক্তা কে ছিলেন?
উত্তর:- ল্যামার্ক
15. জীবদেহের গঠন সম্পর্কে আলোচনা করা হয় যে শাখায় তাকে
কি বলে?
উত্তর:- এমব্রায়োলজি
16. জীব বৈচিত্রের একটি কারণ লেখ।
উত্তর:- প্রকরন
17. মানুষের দ্বিপদ নাম কি?
উত্তর:- হোমো স্যাপিয়েন্স
18. জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রবর্তক কে
ছিলেন?
উত্তর:- হুইটেকার
19. প্রোক্যারিওটিক কোষ সংগঠন দেখা যায় কোন্
গোষ্ঠীতে?
উত্তর:- মোনেরা
20. এককোষী দেহ সংগঠন দেখা যায় এই রকম একটি জীব গোষ্ঠীর
নাম লেখ।
উত্তর:- প্রোটিস্টা/মোনেরা
21. বিপাকীয় কাজ ও শারীরিক প্রক্রিয়া সম্বন্ধে জানা
যায় কোন্ জীববিদ্যার শাখা?
উত্তর:- শারীরবিদ্যা
22. একটি জীবগোষ্টির নাম লেখো যেটি
বিয়োজকের কাজ করে।
উত্তর:- মোনেরা/ফাংজি
23. পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের পাঁচটি গোষ্ঠীর নাম লেখ।
উত্তর:- মোনেরা,প্রোটিস্টা, ফাংজি প্ল্যান্টি ও অ্যানিমালিয়া
24. ফল বিহীন বীজযুক্ত একটি উদ্ভিদের নাম লেখ।
উত্তর:- সাইকাস
25. উভচর উদ্ভিদ গোষ্ঠীর একটি উদাহরণ দাও।
উত্তর:- মস
26. হট ডাইলুট সুপ কি?
উত্তর:- বিজ্ঞানী হ্যাল্ডেন গরম সমুদ্রের জল এবং জলে দ্রবীভূত
বিভিন্ন খনিজ লবণ ও জৈব যৌগ গুলির মিশ্রণকে একত্রে বলেন ’গরম তরল স্যুপ’।
27. মাইক্রোস্ফিয়ার কাকে বলে?
উত্তর:- অর্ধভেদ্য পর্দা দ্বারা বেষ্টিত স্ব-বিভাজনশীল
প্রোটিনের একক গঠনকে মাইক্রস্ফিয়ার বলা হয়।
28. মাইক্রোস্ফিয়ারের কথা প্রথম কে বলেন?
উত্তরঃ সিডনি ফক্স
মাইক্রোস্ফিয়ারের কথা প্রথম বলেন।
29. প্রোটোসেল কি?
উত্তর:- কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সাথে নিউক্লিক
অ্যাসিড যুক্ত হয়ে যে কোশ তৈরি হয়েছিল তাকে প্রথম আদি কোশ বা প্রোটোসেল বলে
30. জীবনের দুটি বৈশিষ্ট্য কি?
উত্তর:- জীবনের দুটি বৈশিষ্ট্য হল বৃদ্ধি ও জনন।
31. জীবনের ভৌত ভিত্তি কি?
উত্তর:- হাক্সলের মতে জীবনের ভৌত ভিত্তি হল প্রোটোপ্লাজম।
32. লজ্জাবতী গাছের পাতাকে স্পর্শ করলে পাতাগুলি
বুজে যায়- এটি জীবের কোন ধর্মকে নির্দেশ করে?
উত্তর:- লজ্জাবতী গাছের পাতাকে স্পর্শ করলে পাতাগুলি বুজে
যায়- এটি জীবের উত্তেজনায় সাড়া দেওয়া বা উত্তেজিতা ধর্মকে নির্দেশ করে।
33. পৃথিবী সৃষ্টি হয়েছিল কবে ?
উত্তর:- পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় 400 কোটি থেকে 450 কোটি বছর আগে।
34. পৃথিবী সৃষ্টির সময় বাতাসে কি কি গ্যাস ছিল?
পৃথিবী সৃষ্টির সময় বাতাসে
মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড ও জলীয়
বাষ্প ছিল।
35. ওপারিনের লেখা বই এর নাম কি?
উত্তর:- ওপারিনের লেখা বই এর নাম’ দি অরিজিন অফ লাইফ অন আর্থ’।
36. কোন জার্নালে হ্যাল্ডেনের প্রাণের উৎপত্তি
নিয়ে মতবাদ প্রকাশিত হয়?
উত্তর:- রেশনালিস্ট অ্যানুয়াল নামক জার্নালে হ্যাল্ডেনের
প্রাণের উৎপত্তি নিয়ে মতবাদ প্রকাশিত হয়।
37. ওপারিন প্রকল্প কাকে বলে?
উত্তর:- ওপারিন জীবনের উৎপত্তি সংক্রান্ত যে প্রকল্পটি
প্রণয়ন করেন তাকে ওপারিন প্রকল্প বলে। তার এই প্রকল্পটি তিনি ‘ দি লাইফ অন আর্থ’
নামক বইয়ে প্রকাশিত করেন ।
38. কোয়াসারভাস কথার অর্থ কি?
উত্তর:- কোয়াসারভাস কথার অর্থ হল দলা বা পিন্ডি।
39. কোন কোশকে পৃথিবীর আদি কোশ বলা হয়?
উত্তর:- নগ্ন জিন যুক্ত অবায়ুজীবী ব্যাকটেরিয়া কে আদি কোশ বলা
হয়।
40. কেমোজেনি কাকে বলে?
উত্তর:- সমুদ্রের উষ্ণ জলে মিথেন, কার্বন মনো অক্সাইড, অ্যামোনিয়া, সায়ানাইড ইত্যাদি সরল রাসায়নিক
যৌগ গুলি উচ্চ তাপ ও অতি বেগুনী রশ্মির প্রভাবে একক শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ও অন্যান্য
জৈব যৌগ সৃষ্টি করে। সরল অজৈব যৌগ থেকে জৈব যৌগের উৎপত্তি কে ওপারিন রাসায়নিক
বিবর্তন বা কেমোজেনি বলেন।
41. পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীর তাপমাত্রা কত ছিল?
উত্তরঃ- ৫০০০-৬০০০ ডিগ্রী
42. গরম তরল স্যুপ নামকরণটি কি করেছিলেন?
উত্তরঃ- হ্যালডেন
43. উত্তেজনায় সাড়া দেবার ধর্মকে কি বলা হয়?
উত্তরঃ- উত্তেজিতা
44. কোয়াসারভেট কি গঠন করতে সাহায্য করে?
উত্তরঃ- কোলয়েড
45. জীবনের একটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তরঃ- বৃদ্ধি ও ক্ষতিপূরণ
46. কোষের গঠনগত উপাদানকে কি বলা হয়?
উত্তরঃ- প্রোটোপ্লাজম
বিসদৃশ শব্দটি নিরূপণ করঃ-
47. কোয়াসারভেট, প্রোটোসেল, নগ্ন ডি.এন.এ, চলন
গমন
উত্তরঃ- চলন গমন
সত্য মিথ্যা নিরূপণ করঃ-
48. ইউক্যারিওটিক হলো পৃথিবীর প্রথম আগত জীব।
উত্তরঃ- মিথ্যা
49. বায়োলজি শব্দের প্রবক্তা কে ছিলেন?
উত্তরঃ- ল্যামার্ক
50. বিপাকীয় কাজ ও শারীরিক প্রক্রিয়া সম্বন্ধে জানা
যায় কোন্ জীববিদ্যার শাখা?
উত্তরঃ- শারীরবিদ্যা
51. Taxonomy শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর:- সুইডিশ বিজ্ঞানী অগাস্তিন পি. দ্য. কানডোলে [ Augustin P. de candole]
52. মানুষের দ্বিপদ নাম কী ?
উত্তর:- হোমো স্যাপিয়েন্স [ Homo sapiens]
53. লিনিয়াসের হায়ারার্কিতে কটি ধাপ ছিল?
উত্তর:- সাতটি ধাপ
54. রাজ্য ফানজির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর:- রাজ্য ফানজির পুষ্টি প্রক্রিয়া মৃতজীবী, পরজীবী ও মিথোজীবী প্রকৃতির।
55. কেঁচো কোন্ পর্বের প্রাণী?
উত্তর:- অ্যানিলিডা পর্বের প্রাণী।
56. বাদুড় কোন্ শ্রেণির প্রাণী?
উত্তর:- বাদুড় স্তন্যপায়ী শ্রেণির প্রাণী।
57. জীবেদের পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাস কে প্রবর্তন করেন?
উত্তর:- জীববিজ্ঞানী হোয়াইটেকার
[ R.H.Whittaker]
58. কণ্টকত্বকী পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও।
উত্তর:- তারা মাছ, সমুদ্র শশা।
59. একটি অপচিতি বিপাকের নাম লেখো।
উত্তর:- শ্বসন।
60. কোন্ বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়?
উত্তর:- অণুজীববিজ্ঞান [ Microbiology]
শূন্যস্থান পূরণ করো
61. ব্যাকটেরিয়ার রাজ্য হল____
উত্তর:- মনেরা
62. স্পাইরোগাইরা ____ রাজ্যের অন্তর্ভুক্ত।
উত্তর:- প্লানটি।
63. ______উপনিবেশ গঠনকারী শৈবাল।
উত্তর:- ভলভক্স উপনিবেশ গঠনকারী
শৈবাল।
64. হাঙর ____ শ্রেণির অন্তর্গত প্রাণী।
উত্তর:- কনড্রিকথিস।
65. চিংড়ি ____ পর্বের অন্তর্গত প্রাণী।
উত্তর:- আর্থ্রোপোডা।
66. দেহ লোম দ্বারা আচ্ছাদিত ____ শ্রেণির প্রাণী।
উত্তর:- স্তন্যপায়ী শ্রেণির
প্রাণী।
67. এক স্থানে স্থির থেকে জীবদেহের
অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনকে ______ বলে।
উত্তর:- চলন বলে।
68. ____ হল প্রথম কোশীয় জীব।
উত্তর:- মাইক্রোস্ফিয়ার।
69. জীবদেহের গঠন সম্পর্কে আলোচনা করা হয় যে
শাখায় তাকে কি বলে?
উত্তরঃ- এমব্রায়োলজি
70. জীব বৈচিত্রের একটি কারণ লেখ।
উত্তরঃ- প্রকরন
নিচের সম্পর্ক যুক্ত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড় দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত
শব্দ বসাওঃ-
71. এপিকালচার : মধু :: সেরিকালচার ______।
উত্তরঃ- রেশম
72. নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের
অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখঃ-
জীব বিদ্যার প্রয়োগ, বিজহীন ফল তৈরি করা, চিকিৎসা বিদ্যা, জনবিস্ফোরণ রোধ
73. উত্তরঃ- জীববিদ্যার প্রয়োগ
দ্বিপদ নামকরনের প্রবক্তা কে?
74. উত্তরঃ- লিনিয়াস
পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের পাঁচটি গোষ্ঠীর নাম লেখ।
75. উত্তরঃ- মোনেরা,প্রোটিস্টা, ফাংজি প্ল্যান্টি ও অ্যানিমালিয়া
নিচে সম্পর্ক যুক্ত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড় দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ-
76. পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস : হুইটেকার :: দুই রাজ্য
শ্রেণীবিন্যাস :_______।
উত্তরঃ- লিনিয়াস
বেমানান শব্দটি বেঁচে লেখঃ-
77. মিউকর, ইস্ট, ব্যাঙের ছাতা, স্পাইরোগাইরা
উত্তরঃ- স্পাইরোগাইরা
78. প্ল্যান্টি না থাকলে বাস্তুতন্ত্রের কি পরিবর্তন হত?
উত্তরঃ- প্ল্যান্টিরা স্বভোজী
তাই তারা না থাকলে খাদ্যের অভাবে পরিবেশের অন্য জীবেরা মারা যেত ও বাস্তুতন্ত্র
বিনষ্ট হত।
79. অপুষ্পক শিরাত্ম কলাযুক্ত একটি উদ্ভিদের নাম লেখ।
উত্তরঃ- টেরিডোফাইট
80. ফল বিহীন বীজযুক্ত একটি উদ্ভিদের নাম লেখ।
উত্তরঃ- সাইকাস
81. উভচর উদ্ভিদ গোষ্ঠীর একটি উদাহরণ দাও।
উত্তরঃ- মস
শূন্যস্থান পূরণ করঃ-
82. ভলভক্স হলো একটি এককোষী কলোনী গঠনকারী ________।
উত্তরঃ- শৈবাল
বিসদৃশ শব্দটি বেছে লেখঃ-
83. শৈবাল, মস, ছত্রাক, ফার্ন
উত্তরঃ- ছত্রাক
84. সত্য মিথ্যা নিরূপণ করঃ-
উদ্ভিদ শ্রেণীবিন্যাস ছত্রাক
নিম্ন শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়।
85. উত্তরঃ- মিথ্যা
কোম্ভপ্লেট কোন্ পর্বের বৈশিষ্ট্য?
86. উত্তরঃ- টিনোফোরা
নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ কাদের দেখা যায়।
87. উত্তরঃ- অ্যানিলিডায়
স্টোমোকর্ড কোন্ প্রানীর দেহে দেখা যায়?
88. উত্তরঃ- ব্যালানোগ্লাসাস
শূন্যস্থান পূরণ করঃ-
89. ম্যান্টল পর্দা_________ নামক শ্রেণী পর্বে লক্ষ্য করা যায়।
উত্তরঃ- মোলাস্কা
নিচে সম্পর্ক যুক্ত শব্দ জোড় দেয়া আছে। প্রথম জোড়টি দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ-
90. অ্যানিলিডা : সিলোম :: নিমাটোড :______।
উত্তরঃ- সিউডোসিলোম
বিসদৃশ্ শব্দটি বেছে লেখঃ-
91. নোটাকর্ড, নার্ভকর্ড, গলবিলীয় ফুলকা ছিদ্র, ফ্লেম কোষ।
উত্তরঃ- ফ্লেম কোশ
92. বিজ্ঞানী সিম্পসন প্রবর্তিত হায়ারার্কতে
মোট ধাপের সংখ্যা কটি?
উত্তরঃ- ২১ টি
93. একটি ট্যাক্সোনমিক বিভাগ বা র্যাংকের
নাম লেখ।
উত্তরঃ- বর্গ
94. আমের বৈজ্ঞানিক নাম কি?
উত্তরঃ- ম্যাঙ্গিফেরা ইন্ডিকা
95. হায়ারার্কি শ্রেণীবিন্যাসের সর্বনিম্নর একক
কি?
উত্তরঃ- প্রজাপতি
96. ICBN এর পুরো নাম কি?
উত্তরঃ- International Code Of Botanical Nomenclature
97. লিনিয়াস রচিত যেকোনো একটি গ্রন্থের নাম লেখ।
উত্তরঃ- সিস্টোমো ন্যাচুরি
বিসদৃশ্ শব্দটি বেছে লেখঃ-
98. বর্গ, শ্রেণী, ক্যাটাগরি, ইন্ডিকা
উত্তরঃ- ইন্ডিকা
99. মানুষের দ্বিপদ নাম কি?
উত্তরঃ- হোমো স্যাপিয়েন্স
100. জলের সাহায্যে নিষেক ঘটে এমন উদ্ভিদগোষ্ঠীর নাম কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- ব্রায়োফাইট বা মস্ জাতীয় উদ্ভিদ।
101. একটি বদ্ধসংবহনতন্ত্রযুক্ত অমেরুদণ্ডী প্রাণীর নাম
লেখো। [এক কথায় উত্তর দাও]
উত্তর:- কেঁচো [অ্যানিলিডা]।
102. চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- অ্যাগনাথা বা সাইক্লোস্টোমাটা উপপর্বভুক্ত প্রাণী ল্যামপ্রে ও হ্যাগ-ফিস।
103. লিনিয়ান হায়ারার্কি শ্রেণিবিন্যাসে দশটি স্তর আছে।
[সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
104. সাইকাস ও পাইনাস হল অ্যানজিওস্পার্ম জাতীয় উদ্ভিদ।
[সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
105. নস্টক, অ্যানাবিনা ও অসিলেটোরিয়া
সায়ানোব্যাকটেরিয়ার অন্তর্গত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
106. ক্ষণপদ, সিলিয়া ও ফ্ল্যাজেলা হল ______ অঙ্গ। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- গমন
107. সেফালোকর্ডাটার অপর নাম হল আক্রেনিয়া। [সত্য/মিথ্যা
নির্বাচন করো]
উত্তর:- সত্য
108. প্যারাপোডিয়া কোন্ প্রাণীর গমন অঙ্গ? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- অ্যানিলিডা পর্বের প্রাণী নেরিস
109. কাদের ক্ষেত্রে নোটোকর্ড মেরুদণ্ড দ্বারা
প্রতিস্থাপিত হয়? [এক কথায় উত্তর
দাও]
উত্তর:- ভার্টিব্রাটা বা
ক্রেনিয়েটা।
110. একটি স্বাধীনজীবী চ্যাপটা কৃমির
উদাহরণ দাও। [এক কথায় উত্তর দাও]
উত্তর:- প্ল্যানেরিয়া [Planaria sp.]।
111. কোন্ প্রকার মাছে পটকা থাকে না? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- হাঙর [কনড্রিকথিস শ্রেণির অন্তর্গত]
112. চলন ও গমন উদ্ভিদের বৈশিষ্ট্য।
[সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
113. পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসের প্রবক্তা হলেন ______ । [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- হুইটেকার
114. পরিবর্তিত পরিবেশে জীবের মানিয়ে নেওয়াকে ______বলে। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- অভিযোজন
115. পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে জীবের
গোষ্ঠীভুক্ত করাকে______বলে। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- শ্রেণিবিন্যাস
116. “প্রোটিস্টা” নামক রাজ্যটি সৃষ্টি করেন
হেকেল। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
117. ছদ্মসিলোম বা সিউডোসিলোম দেখা যায় _______ পর্বে। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- অ্যাস্কেলমিনথিস
118. বিজ্ঞানের যে শাখায় অনাক্রম্যতা আলোচিত হয়, তা হল ইমিউনোলজি। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
119. মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের
আন্তরযন্ত্রগুলি যে পাতলা পেশিময় পর্দা দ্বারা আবৃত থাকে তাকে কী বলে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- ম্যান্টল বা প্যালিয়াম।
120. কোনটি জীবনের বৈশিষ্ট্য নয়?
উত্তর:- স্থবিরতা
121. জীবনের জৈব-রাসায়নিক উৎপত্তি প্রকল্পের
প্রণেতা-
উত্তর:- ওপারিন ও হ্যালডেন।
122. মাইক্রোস্ফিয়ার ধারণার প্রবক্তা হলেন-
উত্তর:- সিডনি ফক্স
123. কোয়াসারভেট হল-
উত্তর:- কোলয়েড গঠন
124. আদিকোশ বা প্রোটোসেল কোন গঠন থেকে তৈরী
হয়েছিল বলে মনে করা হয়?
উত্তর:- কোয়াসারভেট
125. প্রাণ সৃষ্টি হয়েছিল-
উত্তর:- জলে
126. বায়োলজি শব্দের প্রবর্তক হলেন-
উত্তর:- ল্যামার্ক
127. কোনটি লিনিয়াস রচনা করেন?
উত্তর:- সিস্টেমা ন্যাচুরি
128. ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কী সূচিত করে?
উত্তর:- দ্বিপদ নামকরণ
129. ট্যাক্সোনমি শব্দটির প্রথম প্রচলন করেন-
উত্তর:- ডি ক্যানডোলে
130. দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন-
উত্তর:- লিনিয়াস
131. নীচের কোনটি কেঁচোর বৈশিষ্ট্য নয়?
উত্তর:- মুক্ত সংবহন
132. পাইনাস যে গোষ্ঠীর উদ্ভিদ তা হল-
উত্তর:- জিমনোস্পার্ম
133. নীচের কোনটি ক্যাটাগরি-
উত্তর:- পর্ব
134. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ট্যাক্সন-
উত্তর:- ইনডিকা
135. হুইটেকার জীবজগতকে কয়ভাগে ভাগ করেন?
উত্তর:- ৫
136. কোন সজ্জাক্রমটি সঠিক?
উত্তর:- পর্ব, শ্রেণি, বর্গ, গোত্র।
137. জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি
প্রবর্তক কে ছিলেন?
উত্তরঃ- হুইটেকার
138. প্রোক্যারিওটিক কোষ সংগঠন দেখা যায় কোন্ গোষ্ঠীতে?
উত্তরঃ- মোনেরা
139. স্বভোজী একটি গোষ্ঠীর নাম লেখ।
উত্তরঃ- প্ল্যান্টি
140. এককোষী দেহ সংগঠন দেখা যায় এই রকম একটি জীব গোষ্ঠীর
নাম লেখ।
উত্তরঃ- প্রোটিস্টা/মোনেরা
141. একটি জীবগোষ্টির নাম লেখো যেটি বিয়োজকের কাজ করে।
উত্তরঃ- মোনেরা/ফাংজি
” জীবন ও
তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX/ WB Class 9 / WBBSE /
Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class
9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন / নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ও উত্তর । Class
9 Life Science Suggestion / Class 9 Life Science Question and Answer
/ Class 9 Life Science Suggestion / Class 9 Pariksha Life Science Suggestion /
Life Science Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and
Answer / Class 9 Life Science Suggestion FREE PDF Download)
জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
(Class 9 Life Science Suggestion / West Bengal Nine
IXQuestion and Answer, Suggestion / WBBSE Class 9th Life Science Suggestion /
Class 9 Life Science Question and Answer / Class 9 Life
Science Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Life
Science Exam Guide / Class 9 Life Science Suggestion
2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028,
2030 / Class 9 Life Science Suggestion MCQ , Short , Descriptive
Type Question and Answer. / Class 9 Life Science Suggestion FREE PDF
Download) সফল হবে।
জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) Class 9 Life
Science Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর। জীবন ও
তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান ] জীবন ও
তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | জীবন ও
তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) Class 9 Life Science Question and Answer
Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়)
জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির জীবন বিজ্ঞান জীবন ও
তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) Class 9 Life Science Question
and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জীবন ও
তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি জীবন বিজ্ঞান | Class 9 Life Science
অষ্টম শ্রেণি জীবন বিজ্ঞান (Class 9 Life Science ) – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) | Class 9 Life Science Suggestion অষ্টম শ্রেণি জীবন বিজ্ঞান – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর।
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 9 Life Science Question and
Answer, Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) | জীবন ও
তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সহায়ক – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 9 Life Science Question and
Answer, Suggestion | Class 9 Life Science Question and Answer
Suggestion | Class 9 Life Science Question and Answer Notes | West
Bengal Class 9th Life Science Question and Answer Suggestion.
WBBSE Class 9th Life Science Suggestion
| নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়)
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Life Science Question and Answer,
Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) । Class
9 Life Science Question and Answer Suggestion.
WBBSE Class 9 Life Science Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । জীবন ও
তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) |
Class 9 Life Science Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
WB Class 9 Life Science Suggestion
| নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 9 Life Science Question and Answer
Suggestions | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class
9 Life Science Question and Answer নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class
9 Life Science Question and Answer নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – জীবন ও
তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 9 Life Science Suggestion
| নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 9 Life Science Question and Answer
Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Life Science Question and Answer
Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর। West Bengal Class 9 Life Science Suggestion
Download WBBSE Class 9th Life Science short question suggestion . Class 9 Life
Science Suggestion download Class 9th Question Paper Life Science.
WB Class 9 Life Science suggestion and important question and answer. Class 9
Suggestion pdf.
জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class 9 Life Science Question and Answer
Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Life
Science Suggestion with 100% Common in the Examination .Class Nine IXLife
Science Suggestion | West Bengal Board of Secondary Education
(WBBSE) Class 9 Exam Class 9 Life Science Question and Answer,
Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class
9 Nine IXLife Science Suggestion is provided here. Class 9 Life Science Question
and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Question and
Answer with FREE PDF Download Link
জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর |
Class 9 Life Science Question and Answer জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর |
Class 9 Life Science Question and Answer ”